Advertisment

'মোদীই নেতাজিকে চেনার সুযোগ করেছেন', রাজনীতি নিয়ে মমতাকে কটাক্ষ দিলীপের

নেতাজি বন্দনায় প্রতিযোগিতা ভাল। আরও ৫০ বছর আগে হওয়া উচিত ছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
dilip ghosh criticize mamata banerjee

আবারও দিলীপের নিশানায় মমতা।

নেতাজি জন্মজয়ন্তীতে রাজনৈতিক তরজা তুঙ্গে বাংলায়। সোমবার নেতাজির জন্মদিবস উপলক্ষে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের ২১টি দ্বীপ বীর সেনানীদের নামে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তা নিয়ে কলকাতায় রেড রোডে নেতাজি জন্মজয়ন্তী পালন অনুষ্ঠানে মোদীর নাম না করে রাজনীতির অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, নামকরণের নামে রাজনীতি করছে কেন্দ্র। তাঁর নিশানায় ছিলেন প্রধানমন্ত্রী। এই নিয়ে মঙ্গলবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে মমতাকে তোপ দাগলেন দিলীপ ঘোষ।

Advertisment

কী বলেছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি?

"নেতাজি তুমি কার প্রতিযোগিতা। এটা ভাল তো। খারাপ কী? নেতাজি বন্দনায় প্রতিযোগিতা ভাল। আরও ৫০ বছর আগে হওয়া উচিত ছিল। তাহলে আজ আমাদের এদিক ওদিক ঘুরে বেড়ানো যুব সমাজ আদর্শ পেত। নেতাজিকে সাধারণ মানুষের থেকে লুকিয়ে রাখা হয়েছিল। সেই চক্রান্ত ফাঁস হয়ে গেছে। যুব সমাজ আইকন খুঁজে বেড়াচ্ছে। সেই সুযোগ নরেন্দ্র মোদী করেছেন।"

দিলীপ ঘোষ নেতাজি-কন্যা অনিতা বোস পাফের মন্তব্য নিয়েও সরব হয়েছেন। বলেছেন, "নেতাজি কন্যাকে নিয়ে বিতর্ক আছে। তাই উনি যেটা বলছেন সেটাই অথেনটিক, তা মানা যায় না। আবেগ আছে। আঘাত না দিয়ে কাজ করতে হবে। মৃত্যু নিয়ে বিশেষজ্ঞরা যেমন গবেষণা করছেন করুন। তার আবেগ ও আদর্শ নিয়ে আমরা এগিয়ে চলি।"

আরও পড়ুন নেতাজির জন্মদিনে ‘নামকরণ চমক’ মোদীর, ইতিহাস টেনে কটাক্ষ মমতার

এদিকে, পঞ্চায়েত ভোটের আগে জেলায় জেলায় দিদির দূতদের ঘিরে বিক্ষোভ নিয়ে মুখ খুলেছেন দিলীপ। বলেছেন, "আঙুর ফল টক। ওনারা ভেবেছিলেন চোখ দেখিয়ে আঙ্গুল দেখিয়ে যেরকম চলছে, সেরকমই চলবে। সেটা হচ্ছে না। উনি বলছেন ক্ষোভ বিক্ষোভ থাকা উচিত? তাহলে অম্বিকেশ মহাপাত্রকে জেলে ঢুকিয়েছিলেন কেন? উনি তো একটা কার্টুন শেয়ার করেছিলেন। বিজেপির হাজার হাজার ছেলে শুধু ফেসবুকে পোস্ট লাইক করায় জেলে ঢুকিয়েছিলেন কেন? পুলিশ বাড়িতে গিয়েছিল কেন? এখন আটকাতে পারছেন না। তাই বড় বড় কথা বলছেন।"

PM Narendra Modi Mamata Banerjee dilip ghosh West Bengal Netaji Subhash Chandra Bose
Advertisment