scorecardresearch

‘বেসুরো’ তৃণমূল বিধায়ক কি এবার পদ্মে? সাতসকালে বোমা ফাটালেন দিলীপ

আবারও দিলীপ ঘোষের নিশানায় তৃণমূল।

dilip ghosh slams tmc
দিলীপ ঘোষ।

ফের বোমা ফাটালেন দিলীপ ঘোষ। হাওড়া উত্তরের বেসুরো তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে শোরগোল ফেলে দিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি। একইসঙ্গে পঞ্চায়েতের মুখে তৃণমূলের ‘বাড়ি বাড়ি দিদির দূত’ ক্যাম্পেনকেও বেনজির কটাক্ষ করলেন মেদিনীপুরের বিজেপি সাংসদ।

পঞ্চায়েত ভোট যত এগোচ্ছে ততই রাজ্য রাজনীতির পারদ চড়ছে। ফি দিন প্রাতঃভ্রমণে বেরিয়ে রাজ্যের শাসকদলকে নিশানা করা একপ্রকার অভ্যাসে পরিণত করে ফেলেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। আজও যার অন্যথা হল না। শনিবার নিউটাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণ শেষে সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ।

সেখানেই হাওড়া উত্তরের ‘বেসুরো’ তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী প্রসঙ্গে তাঁকে জিজ্ঞাসা করেন সাংবাদিকরা। উত্তরে দিলীপ ঘোষ বলেন, ‘বহু লোক আমাদের সঙ্গে যোগাযোগ করছে। ওই দলে আর ভদ্রলোকেরা থাকতে চাইছে না। যোগদান তো চলছে। আমাদের থেকে জোর করে নিয়ে যাওয়া কিছু লোক আবার ফিরছে। লোকে দেখতে চাইছে পরিস্থিতি কোন দিকে যায়।’

আরও পড়ুন- শীতের জোরালো দাপট রাজ্যের সর্বত্র, এই পর্বে ঠান্ডা কাঁপুনি ধরাবে আর কতদিন?

উল্লেখ্য, গতকালই হাওড়া উত্তরের তৃণমূল বিধায়ক গৌতম চৌধুীর কথায় বিতর্ক তৈরি হয়। এতদিন তৃণমূলকে একটি কোম্পানি বলে কটাক্ষ করে চলেছিলেন বিজেপির শুভেন্দু অধিকারী থেক শুরু করে দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদারেরা। গতকাল বিজেপি নেতাদের কথাই যেন শোনা গেল তৃণমূল বিধায়কের মুখে। সাংবাদিক বৈঠক করে গৌতম চৌধুরী বলেন, ‘আমাদের কোম্পানির নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। আমাদের ব্র্যান্ড মমতা বন্দ্যোপাধ্যায়।’

অন্যদিকে, দিন কয়েক আগে দলেরই একটি কর্মসূচিতে পঞ্চায়েতের আগে ‘দিদির দূত’ ক্যাম্পেনের ঘোষণা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শাসকদলের এই কর্মসূচিকেও এদিন কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘দিল্লীর দূত এখন তৃণমূল নেতাদের বাড়িতে বাড়িতে পৌঁছে যাচ্ছে। সেই ভয়ে তৃণমূল কাঁপছে। রাজ্যবাসী শীতে কাঁপছে। তৃণমূল সিবিআইয়ের ভয়ে কাঁপছে। ওরা যে দিদির সুরক্ষা কবচ আনছে, ওটা ওদের নেতাদের লাগবে।’

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Dilip ghosh slams tmc