Dilip Ghosh: মুখে কুলুপ দিলীপ ঘোষের। ইদানিং সাংবাদিকদের সামনে বিশেষ কিছু বলতে শোনা যাচ্ছে না বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে। আর এই বিষয়টি নিয়েই বাড়ছে জল্পনা। তবে কি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব থেকে বড় কিছু বার্তা পেয়েছেন দিলীপ? বিষয়টি স্পষ্ট না হলেও দিলীপ ঘোষের ইদানিং বেশ কিছু তৎপরতা কিন্তু নজর কেড়েছে রাজনৈতিক মহলের।
ঠিক যেমনটা দলের রাজ্য সভাপতি থাকাকালীন করতেন এখন ভোটে হারার পরেও দিলীপ ঘোষের জেলা সফর নজর কাড়ছে রাজনৈতিক মহলের। সম্প্রতি দিল্লি থেকে ফিরে আসার পরে জেলায় জেলায় গিয়ে সেখানকার নেতা কর্মীদের সঙ্গে একের পর এক বৈঠক সাড়তে দেখা যাচ্ছে দিলীপ ঘোষকে।
কখনও বর্ধমান কখনও মেদিনীপুর কখনও বারাসাত কখনও আবার মুর্শিদাবাদে দলের কর্মসূচিতে যোগ দিতে দেখা যাচ্ছে দিলীপ ঘোষকে। ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত দলের কর্মী সমর্থকদের সঙ্গে নিজে গিয়ে কথা বলছেন দিলীপ। পাশে থাকার আশ্বাসও দিচ্ছেন।
আরও পড়ুন- Protest at Parliament: লোকসভার অধিবেশন শুরুর আগে বেনজির প্রতিবাদ, কংগ্রেসের নেতৃত্বে বিক্ষোভে তৃণমূল
এবারের লোকসভা নির্বাচনে আশা জাগিয়েও বাংলায় ভালো কল করতে ব্যর্থ হয়েছে বিজেপি। এক ধাক্কায় আসন সংখ্যা ১৮ থেকে নেমে এসেছে ১২-তে। গতবারের লোকসভা নির্বাচনে জয়ী অনেক বিজেপি সাংসদই এবার হেরেছেন। সেই তালিকায় নাম রয়েছে দিলীপ ঘোষেরও।
আরও পড়ুন- Kolkata Metro: মেট্রো যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ খবর! আজ থেকেই রাতের মেট্রোর সময় বদলে যাচ্ছে
বর্তমানে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে কেন্দ্রীয় মন্ত্রী করেছেন মোদী-শাহরা। বিজেপির নীতি অনুযায়ী 'এক পদ এক ব্যক্তি' মানলে সুকান্ত মজুমদারের বঙ্গ বিজেপির রাজ্য সভাপতির পদ থেকে সরে যাওয়া সময়ের অপেক্ষা মাত্র। সুকান্ত মজুমদারের পরে এবার কে? কার হাতে বঙ্গ বিজেপির দায়িত্ব সঁপে দেবেন মোদী-শাহ-নাড্ডারা?
আরও পড়ুন- বাংলায় বসে বড়সড় নাশকতার ছক? কাঁকসায় জঙ্গি যোগে ধৃত হবিবুল্লাহকে জেরায় চাঞ্চল্যকর তথ্য
দিলীপ ঘোষের নতুন করে এই জেলা সফর কিন্তু চর্চা বাড়াচ্ছে। তবে কি দিলীপ ঘোষের উপরই আবারও গুরু দায়িত্ব সঁপে দিতে পারেন বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব? এর উত্তরটা সময় বলবে।