Advertisment

Sukanta-Dilip: গরমে শরীর সুস্থ রাখতে দুরন্ত পদে জমাটি ভোজ! পাত পেড়ে কী খাচ্ছেন সুকান্ত-দিলীপ?

Lok Sabha Election 2024: এবার আর মেদিনীপুর নয়, বর্ধমান-দুর্গাপুর কেন্দ্র থেকে BJP-র হয়ে লড়ছেন দলের ডাকাবুকো নেতা দিলীপ ঘোষ। তবে বালুরঘাট থেকেই এবারও পদ্ম দলের হয়ে লড়ছেন BJP রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার নিজের নির্বাচনী কেন্দ্র ছাড়াও গোটা রাজ্য চষে ফেলছেন দলের প্রার্থীদের সমর্থনে প্রচারে। সেই তুলনায় দিলীপ ঘোষকে নিজের কেন্দ্র বর্ধমা-দুর্গাপুরের বাইরে বিশেষ একটা যেতে দেখা যায়নি। তবে দাবদাহের এই কালে খাবারের ব্যাপারে দু'জনেই কিন্তু বেশ সতর্ক।

author-image
IE Bangla Web Desk
New Update
Dilip Ghosh Sukanta Majumdars picture of eating Panta Bhaat is viral

Sukanta Majumdar-Dilip Ghosh: সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষ।

Sukanta Majumdar-Dilip Ghosh: প্রবল গরমে শরীর সেদ্ধ হওয়ার জোগাড়। একটানা তাপপ্রবাহের (Heat Wave) গ্রাসে রাজ্যের অধিকাংশ জেলা। অসহনীয় গরমের এই আবহেই চলছে লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। শাসক-বিরোধী সব পক্ষই প্রবল গরম উপেক্ষা করে প্রচারে ঝড় তুলছে। ফি দিন জনসভা, রোড-শো, কর্মিসভা সারতে ব্যস্ত রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা। দাবদাহের এই কালে শরীর ফিট রাখাটাই এখন মস্ত চ্যালেঞ্জ। তাই দহনের এই কালে খাবারের ক্ষেত্রে বাড়তি সতর্ক হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। সুকান্ত মজুমদার-দিলীপ ঘোষরাও কিন্তু শরীর সুস্থ রাখতে নিজেদের মতো করে ব্যবস্থা নিচ্ছেন।

Advertisment

সম্প্রতি একটি ছবিতে দেখা যাচ্ছে BJP রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ও দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) এক টেবিলে বসে সারছেন 'মহাভোজ'। প্রবল গরমে শরীর চাঙ্গা রাখতে দুই নেতাই মজেছেন পান্তা-ভাতে (Panta Bhaat)। জমাটি ঢঙে তাঁদের এই 'ভোজ' খাওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল (Viral) হয়েছে।

আরও পড়ুন- Narendra Modi: চাকরিহারা যোগ্য শিক্ষকদের পাশে প্রধানমন্ত্রী, মোদীর অভাবনীয় আশ্বাস তুমুল চর্চায়!

বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে এবার BJP-র প্রার্থী দলের ডাকাবুকো নেতা দিলীপ ঘোষ। বালুরঘাট থেকে এবারেও পদ্ম দলের হয়ে লড়াইয়ে BJP রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার নিজের নির্বাচনী কেন্দ্র ছাড়াও গোটা রাজ্য চষে ফেলছেন দলের প্রার্থীদের সমর্থনে প্রচারে। সেই তুলনায় দিলীপ ঘোষকে নিজের কেন্দ্র বর্ধমা-দুর্গাপুরের বাইরে বিশেষ একটা যেতে দেখা যায়নি। তবে এই গরমে খাবারের ব্যাপারে দু'জনেই কিন্তু বেশ সতর্ক।

আরও পড়ুন- Adhir Ranjan Chowdhury: BJP-TMC বধে রীতিমতো অঙ্ক কষেই ময়দানে, অধীর-বাজি খাসতালুক বহরমপুর!

bjp dilip ghosh Sukanta Majumder
Advertisment