Advertisment

Dilip Ghosh-June Malia: 'চোর-চোর' স্লোগান শুনেই রণংদেহী দিলীপ, তৃণমূল-জুন মালিয়াকে দিলেন বড় হুঁশিয়ারি

Dilip Ghosh on TMC: লোকসভা নির্বাচনে প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তার মধ্যে বাংলার ২০টি আসনে প্রার্থী ঘোষণা হয়েছে। এখনও ঘোষণা হয়নি মেদিনীপুর কেন্দ্রের প্রার্থীর নাম। সেই কেন্দ্রের সাংসদ প্রাক্তন রাজ্য় সভাপতি দিলীপ ঘোষ। দীর্ঘদিন খবরের শিরোনামে নেই তিনি। কিন্তু ফের তেড়েফুঁড়ে পুরনো মেজাজে ধরা দিলেন দিলীপ। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে হুঁশিয়ারি দিতে শোনা গেল তাঁকে।

author-image
IE Bangla Web Desk
New Update
Dilip Ghosh warns June Malia

তৃণমূল প্রার্থী জুন মালিয়াকে নিয়ে দিলীপের মন্তব্যে বিতর্ক। ছবি-সংগৃহীত

Dilip Ghosh on TMC: লোকসভা নির্বাচনে প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তার মধ্যে বাংলার ২০টি আসনে প্রার্থী ঘোষণা হয়েছে। এখনও ঘোষণা হয়নি মেদিনীপুর কেন্দ্রের প্রার্থীর নাম। সেই কেন্দ্রের সাংসদ প্রাক্তন রাজ্য় সভাপতি দিলীপ ঘোষ। দীর্ঘদিন খবরের শিরোনামে নেই তিনি। কিন্তু ফের তেড়েফুঁড়ে পুরনো মেজাজে ধরা দিলেন দিলীপ। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে হুঁশিয়ারি দিতে শোনা গেল তাঁকে।

Advertisment

মেদিনীপুর শহরে বিজেপির যুব আড্ডায় ছিলেন দিলীপ। তখনই এলাকা দিয়ে যাচ্ছিল তৃণমূলের একটি বাইক মিছিল। সেখান থেকেই গন্ডগোলের সূত্রপাত। বাইক মিছিল থেকে দিলীপকে উদ্দেশ্য করে চোর-চোর স্লোগান ওঠে। তাতেই মেজাজ হারান দিলীপ। ঘটনার জেরে পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, কানের নীচে দু-থাপ্পড় দিলে সাতদিন শুনতে পাবে না।

জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধেয় মেদিনীপুরের পঞ্চুরচক এলাকায় পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল যুব মোর্চার। সন্ধে ৬টায় সেই যুব আড্ডায় আসেন সাংসদ। তখনই কলেজ ময়দান থেকে বাইক মিছিল বের হয় তৃণমূলের। পঞ্চুরচকে মিছিল আসতেই দুই পক্ষই স্লোগান-পাল্টা স্লোগান দিতে থাকে। দিলীপকে উদ্দেশ্য করে চোর-চোর স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মীরা।

আরও পড়ুন Sayantika Banerjee: ‘হঠাৎ করে ছাদে ওঠা যায় না’, ‘অভিমানী’ সায়ন্তিকাকে এবার খোঁচা তৃণমূল প্রার্থীর

এই প্রসঙ্গে দিলীপ বলেন, "একটু আগে ভাদুতলায় ছিলাম। চা খেয়ে আড্ডা দিচ্ছিলাম। সেটাও এঁদের ভাল লাগছে না। চোর-চোর বলে ঘেউ ঘেউ করতে শুরু করল। আমি জুন মালিয়া-সহ তৃণমূলের নেতাদের বলে দিচ্ছি, যদি ভাবেন এই ভাবে ভোট করাবেন, তাহলে আমরা পোস্টার-ব্যানার নিয়ে ভোট করাব না, অন্য কিছু দিয়ে ভোট করাব। যাঁরা কানে দুল পরে চেঁচামেচি করছে, তাঁরা বাড়িতে যেন বলে আসে নামটা কেটে দিতে। দিলীপ ঘোষ এ রকম জোচ্চরদের বুকে পা দিয়ে ১৮টা এমপি জিতেছে। দিলীপ ঘোষ সমাজবিরোধী, গুন্ডা, পকেটমারদের ভয় পায় না। কানের নীচে দু-থাপ্পড় দিলে সাতদিন শুনতে পাবে না।"

তৃণমূলকে নিশানা করে চ্যালেঞ্জ ছুঁড়েছেন, দম থাকলে মেদিনীপুর জিতে দেখা। তৃণমূল প্রার্থী জুন মালিয়াকে নিয়ে দিলীপের মন্তব্য, "একজন ভদ্রমহিলা, রাজনীতির কিছু বোঝেন না। তাঁকে আমার সামনে দাঁড় করিয়ে দিয়েছে। তিনি ভাল মানুষ। ভগবান তাঁকে আশীর্বাদ করুন।" তার পরেই মেদিনীপুরে তৃণমূলকে ২ লাখ ভোটে হারানোর চ্যালেঞ্জ ছুঁড়েছেন দিলীপ। অর্থাৎ তিনি আবার মেদিনীপুরে টিকিট পাবেন, সেব্যাপারে তিনি নিশ্চিত বুঝিয়ে দিলেন।

June Malia Medinipur West Bengal dilip ghosh bjp tmc
Advertisment