'কাশ্মীর ঠাণ্ডা করেছি, তো কোথায় যাদবপুর।' রাজ্যের পাঁচতারা বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর প্রতিবাদে এবার সোচ্চার বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 'জয় শ্রীরাম' ধ্বনি তোলার ডাক বিজেপি সাংসদের। দিলীপ ঘোষের মন্তব্যের প্রবল সমালোচনায় তৃণমূল। রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতিকে বেনজির আক্রমণ বাম নেতা সুজন চক্রবর্তীরও।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রের মৃত্যু নাড়া দিয়ে গিয়েছে গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে। ইতিমধ্যেই এই ঘটনার তদন্তে নেমে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী-সহ মোট ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। র্যাগিংয়ের জেরেই মারাত্মক এই পরিণতি প্রথম বর্ষের পড়ুয়ার, একথা কার্যত মেনে নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও। এদিকে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই ঘটনা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতিতেও।
যাদবপুর-কাণ্ডের প্রতিবাদ করতে গিয়ে এবার সোচ্চার বিজেপি নেতা দিলীপ ঘোষও। তবে যাদবপুর নিয়ে তাঁর চাঁচাছোলা মন্তব্য তুমুল বিতর্ক তৈরি করেছে। তিনি বলেন, 'কাশ্মীর ঠাণ্ডা করেছি, কোথায় যাদবপুর। কোনও মূল্যে এদের ক্ষমা নেই। যেখানেই সমাজবিরোধীরা মাথা চাড়া দিয়েছে, মাথা বুট দিয়ে কুচলে দিয়েছি। আজ হোক, কাল হোক ঠাণ্ডা হয়ে যাবে। যান জেএনইউতে গিয়ে দেখে আসুন। বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে জয় শ্রীরাম ধ্বনি উঠবে।'
আরও পড়ুন- যাদবপুর-কাণ্ডের ছায়া! সিনিয়রদের মারাত্মক ‘অত্যাচার’, চরম পদক্ষেপ ক্লাস টেনের ছাত্রের
এদিকে, দিলীপ ঘোষের মন্তব্যের প্রবল সমালোচনায় সরব তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন। সংবাদমাধ্যমে তিনি বলেন, 'দিলীপবাবু মনকষ্টে ভুগছেন। দলের সর্বভারতীয় সহ সভাপতির পদ চলে গিয়েছে। দলে তাঁর গুরুত্ব নেই। অন্তসারশূন্য কথাবার্তা বলছেন। এরাজ্যে বিজেপির ক্ষমতায় আসা আর পশ্চিমদিকে সূর্য ওঠা একই জিনিস। দিলীপবাবুর মুখ থেকে ভালো কথা আমরা আশা করতে পারি না। দলে নম্বর বাড়াতেই এসব বলছেন।'
আরও পড়ুন- ফের তুমুল দুর্যোগের আশঙ্কা, ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়
অন্যদিকে, দিলীপ ঘোষকে বিঁধে সংবাদমাধ্যমে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, 'উনি আরএসএস-এর প্রচারক ছিলেন। আরএসএস-এর মনোভাবটাই ওঁর কথায় স্পষ্ট হয়ে যায়। যাদবপুরের মতো বিশ্ববিদ্যালয়ে জয় শ্রীরাম ধ্বনি তুলতে চাইছেন। মুক্তচিন্তার বিরুদ্ধে ওঁদের মনোভাব স্পষ্ট। দাপট দেখানোর মনোভাব ওঁদের। একটা আকাট অপদার্থ লোক। বাংলার মানুষের কাছে এঁরা কুলাঙ্গার হিসেবেই চিহ্নিত হয়ে থাকবেন।'