Advertisment

Dilip Ghosh on Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর চোট নিয়ে 'ভয়ঙ্কর প্রশ্ন' দিলীপের! ভোটের বাংলায় শুরু তুমুল বিতর্ক

Mamata Banerjee injured: বৃহস্পতিবার নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে কপালে ও নাকে গুরুতর চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তড়িঘড়ি তাঁকে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তার কাপল ফেটে গলগল করে রক্ত বেরোতে দেখা যায়। তাঁর কপালে তিনটি ও নাকে একটি সেলাই পর্যন্ত করতে হয়েছে। চিকিৎসকরা তাঁকে হাসপাতালে ভর্তি থাকতে বললেও মমতা বন্দ্যোপাধ্যায় রাজি হননি। তিনি বাড়িতেই ফিরে এসেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Dilip Ghoshs statement on Mamata Banerjees injury

Dilip Ghosh on Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর চোট নিয়ে কী বললেন দিলীপ ঘোষ?

Dilip Ghosh on Mamata Banerjee: এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চোট নিয়ে মুখ খুললেন BJP নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। শুক্রবার সকালে নিউটাউনের ইকো পার্কে (Eco Park) প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন রাজ্য BJP-র প্রাক্তন সভাপতি। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীর চোট নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। একইসঙ্গে মুখ খুলেছেন অর্জুন সিংয়ের BJP-তে যোগ দেওয়া নিয়েও।

Advertisment

মুখ্যমন্ত্রীর চোট প্রসঙ্গে কী বললেন দিলীপ ঘোষ?

"প্রশ্ন অনেক আছে। কিন্তু অসুস্থ হয়েছেন, চোট লেগেছে, তাড়াতাড়ি সেরে উঠুন, এটাই আমরা চাইব। বহু লোক বহু প্রশ্ন করছেন। এটা তদন্ত করে দেখা উচিত। উনি ঘরের মধ্যেই কীভাবে চোট পেলেন? এগুলো ভাবা উচিত। উনি এই রাজ্যের এক নম্বর ব্যাক্তি। ওঁর দ্রুত সুস্থতা কামনা করি।"

আরও পড়ুন- Mamata Banerjee Health Condition Update: চিকিৎসকরা চোখে-চোখে রেখেছেন মুখ্যমন্ত্রীকে, আজ লালবাজার থেকে বাড়িতে সায়েন্টিফিক উইং

উল্লেখ্য, বৃহস্পতিবার নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে কপালে ও নাকে গুরুতর চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তড়িঘড়ি তাঁকে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই তাঁর কপালে তিনটি ও নাকে একটি সেলাই পর্যন্ত করতে হয়েছে। চিকিৎসকরা তাঁকে হাসপাতালে ভর্তি থাকতে বললেও মমতা বন্দ্যোপাধ্যায় রাজি হননি। তিনি বাড়িতেই ফিরে এসেছেন। আপাতত বাড়িতেই চিকিণসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে মুখ্যমন্ত্রীকে।

এদিকে, মমতা বন্দ্যেপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর X হ্যান্ডেলে তিনি লিখেছেন, “আমি মমতা দিদির দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করছি।” কংগ্রেস নেতা রাহুল গান্ধী X হ্যান্ডলে পোস্ট করে লিখেছেন, “মমতাজির খুব দ্রুত আরোগ্য কামনা করছি।”

Mamata Banerjee West Bengal dilip ghosh
Advertisment