Advertisment

থানায় ডেকে পিটিয়ে মারার অভিযোগ খাস কলকাতায়, চটে লাল দিলীপ তুললেন সাংঘাতিক অভিযোগ

বুধবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছিল কলকাতার আমহার্স্ট স্ট্রিট থানা চত্বরে।

author-image
IE Bangla Web Desk
New Update
Srikrishna is the greatest politician says Dilip Ghosh

বিজেপি সাংসদ দিলীপ ঘোষ।

থানায় ডেকে পিটিয়ে মারার অভিযোগ খাস কলকাতায়। বুধবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছিল কলকাতার আমহার্স্ট স্ট্রিট থানা চত্বরে। পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে মৃতের পরিবার। থানা ঘেরাও করে চলে বিক্ষোভ। পুলিশের ভূমিকায় বেজায় ক্ষুব্ধ বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। এবার রাজ্য পুলিশের বিরুদ্ধে মেজাজ সপ্তমে তুলে সোচ্চার বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি।

Advertisment

কী বলেছেন দিলীপ ঘোষ?

"পশ্চিমবঙ্গে পুলিশের কাজকর্ম ক্রমশ খুব বিতর্কিত হয়ে যাচ্ছে। সিপিএম আমলে পুলিশকে ব্যাবহার করা হতো। কিন্তু এখন গোটাটাই পুলিশ করছে। তৃণমূল পার্টি বলে কিছু নেই। পুলিশ টাকা তুলে দিচ্ছে। বিরোধীদের ঠান্ডা করছে। গণপ্রহারে লোক মরছে সেখানে পুলিশের দেখা নেই। যেখানে গুলি চলছে, পুলিশ দাঁড়িয়ে দেখছে। ঘরবাড়িতে আগুন লাগানো হচ্ছে, পুলিশের কোনও অ্যাকশন নেই। কার মোবাইল চুরি হয়েছে। কোনও তথ্য প্রমাণ ছাড়াই লোককে ডেকে থানায় পিটিয়ে মেরে ফেলা হচ্ছে? পুলিশ কি মানবতা হারিয়ে ফেলেছে? এর পিছনে কী রহস্য? তদন্ত হওয়া প্রয়োজন। মানুষ ভয়ে আছে। দুষ্কৃতীদের থেকে বাঁচতে মানুষ পুলিশের কাছে যায়। পুলিশ যদি এরকম অত্যাচার করে, তাহলে মানুষ কোথায় যাবে?"

কী ঘটেছিল বুধবার রাতে?

জানা গিয়েছে, চুরির মোবাইল কেনার অভিযোগে বুধবার আমহার্স্ট স্ট্রিট থানা এক ব্যক্তিকে ডেকে পাঠায়। অভিযোগ, থানায় ডেকে পাঠনোর পরেই অশোক সিং নামে ওই ব্যক্তিকে বেধড়ক মারধর করা হয়। গুরুতর জখম অবস্থায় ওই ব্যক্তিকে মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন- পার্থ-বালুরা জেলে, কষ্ট হয়? নাকি রাগে তেতে ওঠেন? সোজাসাপ্টা উত্তর শোভনদেবের

এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাতে মেডিক্যাল কলেজের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে পরিবার। পুলিশের ভূমিকায় ব্যাপক ক্ষোভ দেখিয়ে পরিবারটির পাশে দাঁড়ায় বিজেপি। এই ঘটনার সিবিআই তদন্তের দাবি জানায় গেরুয়া দল।

kolkata news dilip ghosh West Bengal
Advertisment