পঞ্চায়েত ভোটের আগে ফের উত্তপ্ত কোচবিহারের দিনহাটা। দিনেদুপুরে দুষ্কৃতীরা এক যুবকের বাড়ির গুলি করে খুন করে বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম প্রশান্ত রায় বাসুনিয়া। বিজেপির দাবি, নিহত যুবক প্রশান্ত বসুনিয়া দলের ২৩ নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক। গেরুয়া বাহিনীর অভিযোগ, দুষ্কৃতীরা তৃণমূল কংগ্রেস আশ্রিত।
পাল্টা রাজ্যের মন্ত্রী ও দিনহাটার বিধায়ক উদয়ন গুহর দাবি এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর কথায়, 'ওই ঘটনা দুঃখজনক। এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। নিহত প্রশান্ত বসুনিয়া অসামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন। হয়তো পুরনো কোনও শত্রুতার কারণেই দুষ্কৃতীদের হাতে খুন হয়েছেন।'
প্রশান্ত রায় বাসুনিয়ার পরিবারের অভিযোগ, এদিন সকালে বাড়িতেই খাটে বসেছিলেন প্রশান্ত। বাড়ির বারান্দার গেট খোলা ছিল। সে সময়ে কয়েকজন যুবক ঘরে ঢুকে তাঁকে গুলি করেন।
পুলিশ সূত্রে খবর, ঘরে গুলি চলেছে, তার প্রমাণও মিলেছে। প্রশান্তর ঘরের খাটের সামনে চাপ চাপ রক্ত পড়ে ছিল। গুলির শব্দ শুনতে পেয়েই পরিবারের সদস্যরা ছুটে যান। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরকা মৃত বলে ঘোষণা করেন।
কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানি রাজ জানিয়েছেন, ঘটনার তদন্ত করা হচ্ছে। এর পিছনে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।মাঝে মধ্যেই উত্তপ্ত হয়ে ওঠে দিনহাটা। এগিয়ে আসছে পঞ্চায়েত ভোট। তার আগে এই খুন ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশ্নের মুখে, ওই অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি?