শুক্রবার রাতে রোগী ভর্তি নিয়ে রাজ্যের সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএম-এর বিরুদ্ধে বড় অভিযোগ তুলেছেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। এমনকী দালালরাজের প্রসঙ্গে টেনে ওই হাসপাতাল বয়কটেরও ডাক দিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। এবার পাল্টা মদন মিত্রকেই হুঁশিয়ারি দিলেন এসএসকেএমের ডিরেক্টর ডাঃ মণিময় বন্দ্যোপাধ্যায়। হাসপাতালে জিরো টলারেন্স নীতিতে খোদ মুখ্যমন্ত্রীরও সমর্থন রয়েছে বলেও দাবি করেছেন ডাঃ বন্দ্যোপাধ্যায়।
কী বলেছেন এসএসকেএমের ডিরেক্টর?
গতকাল রাত হাসপাতালের মধ্যে উত্তেজনার পর শনিবার দুপুরে সাংবাদিক বৈঠক করেন ডাঃ মণিময় বন্দ্যোপাধ্যায়। পাল্টা তিনি মদন মিত্রদের বিরুদ্ধে এসএসকেএমের চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের হেনস্থার অভিযোগ তোলেন। বলেন, 'গতকাল রাতে হাসপাতালে যা ঘটেছে তা অনভিপ্রেত। ইচ্ছাকৃত ভাবে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, নার্সদের হেনস্থা এবং গালিগালাজ করা হয়েছে। বিষয়টি নিয়ে আমার সঙ্গে মুখ্যমন্ত্রীর কথা হয়েছে। আমি তাঁকে ঘটনার কথা বিস্তারিত জানিয়েছি। তিনি এ ক্ষেত্রে জিরো টলারেন্স নীতির কথা বলেছেন।'
দালালরাজের অভিযোগ উড়িয়ে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে ডাঃ বন্দ্যোপাধ্যায় বলেন, 'স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে হামলা করলে সরকার জিরো টলারেন্স নীতিতে দোষীদের শাস্তি হয়। এসএসকেএম হাসপাতালের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। গতকাল যাঁরা এই ঘটনা ঘটিয়েছেন, তাঁদের সকলের ছবি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। সেই ফুটেজ দেখে আইনানুগ পদক্ষেপ করা হবে।'
কী হয়েছিল শুক্রবার রাতে?
বাইক দুর্ঘটনায় আহত শুভদীপ পালকে নিয়ে শুক্রবার রাতে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানোর জন্য গিয়েছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। কিন্তু তাঁকে ভর্তি নেওয়া হয়নি। মদন মিত্রের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ রোগীকে ভর্তি নিতে চাননি। তিনি নিজে যাওয়ার পরেও ওই রোগীকে ফিরিয়ে দেওয়া হয়। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাসদের হস্তক্ষেপেও কাজ হয়নি। এরপরই এসএসকেএমে হাসপাতালে দালালরাজ চলছে বলে অভিযোগ তোলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। এসএসকেএম বয়কটের ডাক দিয়ে স্পষ্ট বলেছিলেন, 'সিপিএমের আমলে আমি এক মিনিটের মধ্যে রোগীকে হাসপাতালে ভর্তি করিয়ে দিতাম।'