Advertisment

ভারতী ঘোষ 'মা' বলেছিলেন, এবার সরকারি মঞ্চে মুখ্যমন্ত্রীকে 'দেবী দুর্গা' বললেন কে জানেন?

Mamata Banerjee: সরকারি মঞ্চে দাঁড়িয়ে দেবী দুর্গার সঙ্গে তুলনা টানা হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এহেন মন্তব্যের তীব্র প্রতিবাদে সোচ্চার হয়েছে বিরোধীরা। সামনেই লোকসভা নির্বাচন। এর আগে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার থাকাকালীন এখনকার বিজেপি নেত্রী ভারতী ঘোষও একবার মু্খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জঙ্গলমহলের 'মা' বলে উল্লেখ করেছিলেন। তা নিয়েও কম বিতর্ক হয়নি। প্রতিবাদে সোচ্চার হয়েছিল বিরোধীরা। সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ পুলিশকর্তাদের মধ্যে একজন ছিলেন ভারতী ঘোষ। তবে পরে সম্পর্কের অবনতি হয়। ভারতী ঘোষ বর্তমানে বিজেপির ডাকাবুকো একজন নেত্রী।

IE Bangla Web Desk এবং Nilotpal Sil
New Update
lok sabha election 2024 mamata banerjee malda kaliachak

Mamata Banerjee: তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

DM compared Goddess Durga with Mamata Banerjee: পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার থাকাকালীন ভারতী ঘোষ (Bharati Ghosh) একটি সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) জঙ্গলমহলের 'মা' বলে সম্বোধন করেছিলেন। এবার আরও এক ধাপ এগিয়ে সেই সরকারি মঞ্চ থেকে দেবী দুর্গার (Devi Durga) সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা টেনে বসলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক বিধান রায়। লোকসভা ভোটের (Lok Sabha Polls 2024) দোরগোড়ায় একজন জেলাশাসকের এহেন বক্তব্য নিয়ে সরব বিরোধীরা। এমনকী বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

Advertisment

বর্ধমানের (Burdwan) স্পন্দন মাঠে জেলার 'সৃষ্টিশ্রী' মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক বিধান রায়। সেখানেই উপস্থিত মহিলাদের কাছে তিনি স্বনির্ভর গোষ্ঠী সম্পর্কে বক্তব্য রাখেন। নিজের বক্তব্যে জেলাশাসক বলেন, “আমরা সেই পথ পেরিয়ে এসেছি। কোন পথ? যেখানে মা, বোন, দিদিদের একত্রিত করে স্বনির্ভর গোষ্ঠী গঠন করতে হত। আমার যতদূর জানা আছে, পরিসংখ্যানের নিরিখে এখানে পূর্ব বর্ধমান জেলায় ৭০ হাজারের মতো স্বনির্ভর দল গঠন হয়েছে। ৭ লক্ষ মানুষ কিন্তু এই স্বনির্ভর দলের সঙ্গে যুক্ত। এটা কিন্তু আমাদের একটা শক্তি। এই শক্তিকে আমরা কাজে লাগাচ্ছি। এবার এই আর্থিক বছরে (২০২৩-২৪) স্বনির্ভর দল গঠনের লক্ষ্যমাত্রা ১৭০০। আর্থিক লক্ষ্যমাত্রা ১৮৮০ কোটি টাকার মতো। আমরা ১৩০০-১৩৫০ দল গঠন করে ফেলেছি। তাই বলবো নারী ও পুরুষ উভয়েই যদি শক্তিশালী না হয়, তাহলে আর্থিক বা সামাজিকভাবে সমাজ শক্তিশালী হতে পারে না।"

publive-image
পূর্ব বর্ধমানের জেলাশাসক বিধান রায়।

এই প্রসঙ্গে উদাহরণ দিতে গিয়ে জেলাশাসক বিধান রায় বলেন, “আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা। তিনি ’মা দুর্গার’ মতো সমস্ত দিকেই কিন্তু তাঁর সেই সাফল্য ও কার্যক্রম করে আসছেন। আমি আপনাদের বলব, মাননীয়া মুখ্যমন্ত্রী “মা দুর্গার’ মতো কার্যক্রম গ্রহণ করতে যদি পারেন, তাহলে কেন আপনারা পারবেন না! আমি অনুরোধ করব, এই উদাহরণকে সামনে রেখে আপনারাও এগিয়ে চলুন।”

আরও পড়ুন- Premium: কলকাতার গর্ব, এ দোকানে পান অভ্যাসে মজেছিলেন প্রধানমন্ত্রী থেকে উত্তম কুমার সকলে

আরও পড়ুন- আকাশভরা স্বপ্ন নিয়ে আমেরিকায়! বাঙালি নৃত্যশিল্পীর এমন পরিণতি কল্পনাতেও আনেনি পরিবার

জেলাশাসকের এই বক্তব্য নিয়ে জেলা Bjp নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, “আমরা বারংবার বলেছি যে, জেলায় প্রশাসনের আধিকারিকরা তৃণমূলের দলীয় মুখপাত্র হিসেবে কাজ করছেন। সরকার এবং দলের মধ্যে কোন তফাৎ নেই। তাই একজন সরকারি কর্মচারী হিসেবে জেলাশাসক মমতা বন্দ্যোপাধ্যায়ের স্তুতি করবেন বাংলায় এটাই স্বাভাবিক। আমরা এর তীব্র বিরোধিতা করছি। জেলা শাসকের এই মন্তব্যে তাঁর নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন উঠছে। কয়েকদিন পরেই লোকসভা ভোট। তাই নিরপেক্ষ ভোটের স্বার্থে আমরা অবিলম্বে জেলাশাসক বদলের দাবি জানাচ্ছি।"

আরও পড়ুন- Ration Scam: রেশন দুর্নীতির তদন্তে ED, দ্বিতীয় চার্জশিটে থাকতে পারে চোখ কপালে তোলার মতো তথ্য!

যদিও রাজ্য তৃণমূল (Tmc) কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সব প্রকল্পের রূপায়ণ জেলা প্রশাসনের আধিকারিকরাই করেন। সুতরাং জেলাশাসক নিজে কাজ করছেন। তাই তিনি একথা বলেছেন। এতে বির্তকের কিছু দেখছি না।"

Mamata Banerjee West Bengal durga Purba Bardhaman
Advertisment