scorecardresearch

পুর নিয়োগ দুর্নীতি: CBI তদন্তে স্থগিতাদেশ? কী জানাল ডিভিশন বেঞ্চ

কলকাতা হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি আগামী ৬ জুন।

division bench did'nt given stay on order of single bench in municipal recruitment corruption case
কলকাতা হাইকোর্ট।

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় সিঙ্গল বেঞ্চের নির্দেশই বহাল কলকাতা হাইেকার্টের অবসরকালীন ডিভিশন বেঞ্চেও। পুর নিয়োগ দুর্নীতিতে তদন্ত যেমন চলছে, তেমনই চলবে, স্পষ্ট করে একথা জানিয়ে দিয়েছে ডিভিশন বেঞ্চ। আগামী ৬ জুন কলকাতা হাইকোর্টে ফের এই মামলার শুনানি।

ফের ধাক্কা রাজ্যের। রাজ্যের পুরসভাগুলিতে নিয়োগের ক্ষেত্রে বিস্তর অনিয়মের অভিযোগ ওঠে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পুর নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। পরবর্তী সময়ে বিচারপতি অমৃতা সিনহাও বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশই বহাল রেখেছিলেন। সিঙ্গল বেঞ্চের সেই রায়কে চ্যালেঞ্জ করেই এরপর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার।

আরও পড়ুন- গ্রেফতারির আশঙ্কা অভিষেকের! রক্ষাকবচ চেয়ে সুপ্রিম কোর্টে তৃণমূলের ‘যুবরাজ’

গত শুক্রবার মামলাটি ওঠে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে। তবে ওই দিন সেই মামলাটি গ্রহণ করেনি ডিভিশন বেঞ্চ। সোমবার কলকাতা হাইেকার্টের অবকাশলকালীন বেঞ্চে মামলাটি ওঠে। তবে এদিনও সিঙ্গল বেঞ্চের নির্দেশে কোনও স্থগিতাদেশ দেয়নি ডিভিশন বেঞ্চ। পুর নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলার তদন্ত যেমন চলছে তেমনই চলবে এদিন তা স্পষ্ট করে দিয়েছে অবসরকালীন ডিভিসন বেঞ্চ। এই মামলার পরবর্তী শুনানি আগামী ৬ জুন।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Division bench didnt given stay on order of single bench in municipal recruitment corruption case607792