scorecardresearch

জোর ধাক্কা বিশ্বভারতীর উপাচার্যের, বহাল জরিমানা

চাপ বাড়ল উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর।

division bench of Calcutta High Court upheld the fine of rs 1 lakh against vc of Visva Bharati, জোর ধাক্কা বিশ্বভারতীর উপাচার্যের, বহাল জরিমানা
উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী।

কলকাতা হাইকোর্টে বিপাকে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। সিঙ্গল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চেও বহাল এক লক্ষ টাকা জরিমানার নির্দেশ।

বেশ কিছুদিন আগে একজন সহকারী অধ্যাপক চাইল্ড কেয়ারের জন্য ছুটির আবেদন করেছিলেন। যা মঞ্জুর হয়। ২০২১ সালে বিশ্বভারতী কর্তৃপক্ষ সেই ছুটির অনুমোদন দেয়। কিন্তু হঠাৎ একবছর পর বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী অধ্যাপক দেবতোষ সিনহাকে চিঠি দিয়ে জানতে চান, কেন তিনি ওই সহকারী অধ্যাপকের ছুটি মঞ্জুরের অনুমোদন করেছিলেন?

অবিলম্বে উপাচার্যের এই নির্দেশ বাতিল করা হোক। তখনই ওই চিঠিকে নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অধ্যাপক দেবতোষ সিনহা। তারপরই সমস্যাপড়েন উপাচার্য। সিঙ্গল বেঞ্চের নির্দেশ ছিল, উপাচার্যকে ওই চিঠি বাতিল করতে হবে। পাশাপাশি তাঁকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে পাল্টা ডিভিশন বেঞ্চে মামলা করা হয়।

সোমবার সেই মামলারই শুনানি ছিল। ডিভিশন বেঞ্চ হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়কেই বহাল রাখে। ফলে চাপ বাড়ল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Division bench of calcutta high court upheld the fine of rs 1 lakh against vc of visva bharati