Advertisment

ভোটের মুখে ফের দুরন্ত স্ট্রোক কমিশনের! DGP-র পর এবার কোপে কারা জানেন?

DM of 4 District in WB transferred: লোকসভা নির্বাচন যত এগোচ্ছে ততই যেন সক্রিয় হচ্ছে নির্বাচন কমিশন। এর আগে রাজীব কুমারকে রাজ্য পুলিশের ডিজি পদ থেকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। রাজীব কুমারের জায়গায় বিবেক সহায়কে ওই পদে আনা হয়েছিল। তবে তাঁকেও সরিয়ে দেয় কমিশন। শেষমেশ সঞ্জয় মুখোপাধ্যায়কে রাজ্য পুলিশের ডিজিপি করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
DM of 4 District in WB transferred before lok sabha election 2024

Lok Sabha Election 2024: ভোটের মুখে ফের দুরন্ত পদক্ষেপ কমিশনের।

DM of 4 District in WB transferred: লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) দিন যতই এগোচ্ছে ততই চূড়ান্ত সক্রিয় মেজাজে নির্বাচন কমিশন (Election Commission of India)। পশ্চিমবঙ্গে পরপর দু'দিন DGP বদলের পর ফের একবার মারকাটারি পদক্ষেপ কমিশনের। সরিয়ে দেওয়া হল রাজ্যের ৪ জেলার জেলাশাসককে। তবে শুধু পশ্চিমবঙ্গই নয়, লোকসভা নির্বাচনের মুখে এছাড়াও একাধিক রাজ্যের SP ও DM-সহ প্রশাসনিক অন্য কর্তাদের বদলি করেছে কমিশন।

Advertisment

এবার সরানো হল পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান ও বীরভূমের জেলাশাসককে। রীতিমতো বিজ্ঞপ্তি জারি করে বাংলার এই চার জেলার জেলাশাসকদের বদলির নির্দেশ জানানো হয়েছে। এছাড়াও গুজরাতের ছোট উদয়পুর এবং আহমেদাবাদ গ্রামীণের পুলিশ সুপারকে বদলি করা হয়েছে।

পঞ্জাবের পাঠানকোট, ফাজিলকা, জলন্ধর গ্রামীণ ও মালেরকোটা জেলার SSP-কে বদলি করা হয়েছে। ওড়িশার ধেনকানালের জেলাশাসক ও দেওগড় ও কটক গ্রামীণের পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। এছাড়াও একাধিক রাজ্যে জেলাশাসক, পুলিশ সুপারদেরও বদলি করেছে কমিশন।

আরও পড়ুন- Anuradha Talwar: জমির ‘দখলদারি’তেই শাসকের বদল! সিঙ্গুর, দেউচা পঁচামি বা সন্দেশখালি, একান্ত কথোপকথনে অকপট অনুরাধা

পশ্চিমঙ্গে এর আগে DGP রাজীব কুমারকে সরিয়ে বিবেক সহায়কে (Vivek Sahay) সেই পদে আনা হয়েছিল। তবে সহায়ও সেই পদে স্থায়ী হননি। তাঁকে সরিয়ে পশ্চিমবঙ্গ পুলিশের নয়া DGP করা হয়েছে IPS সঞ্জয় মুখোপাধ্যায়কে (Sanjay Mukherjee)। তবে পশ্চিমবঙ্গ সরকারের কাছেই DGP পদে বসানোর জন্য তিন জনের নাম চেয়ে পাঠায় কমিশন। সেই তালিকাতেই নাম ছিল বিবেক সহায়, সঞ্জয় মুখোপাধ্যায়দের।

West Bengal election commission loksabha election 2024
Advertisment