Advertisment

Indian Railway: রেলগেট বন্ধ, তাও লাইন পেরোচ্ছেন? এবার ধরা পড়লেই 'কাঁদানো' শাস্তি! জানাল রেল

Indian Railway: একাধিক এলাকায় রেলগেট পড়া থাকলেও তার নীচ দিয়ে লাইন পারাপার করতে দেখা যায় এক শ্রেণির মানুষজনকে। বহু ক্ষেত্রে এই মারাত্মক প্রবণতার জেরে ভয়াবহ বিপদের আশঙ্কা তৈরি হয়। অনেক ক্ষেত্রে বিপদ ঘটেও যায়। এব্যাপারে রেলের তরফে বারবার সতর্কতামূলক প্রচার করা হয়েছে। তবে তাতেও হুঁশ ফেরেনি একাংশের মানুষজনের।

author-image
IE Bangla Web Desk
New Update
Do not cross the railway line if the level crossing gate is closed, রেলগেট বন্ধ থাকলে লাইন পেরোবেন না

প্রতীকী ছবি।

Indian Railway: রেলগেট বন্ধ থাকলেও একাংশের মানুষজনের সেব্যাপারে কোনও ভ্রূক্ষেপই থাকে না। রেললাইনের নীচ দিয়েই দেদার চলে ঝুঁকির পারাপার। দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি মারাত্মক এই প্রবণতা দেখা যায় পশ্চিমবঙ্গেও। সম্প্রতি রেলগেট বন্ধ থাকাকালীন বাংলার কোন কোন এলাকায় তাও লাইন পারাপার চলে, সেব্যাপারে বিশদে উল্লেখ করেছে রেল। এবার ফের একবার রেলের তরফে গেট বন্ধ থাকলে লাইন না পেরনো নিয়ে সতর্কতামূলক বিবৃতি জারি করা হয়েছে।

Advertisment

রেলের বিবৃতি:

আপনি কি দেখছেন রেলগেট বন্ধ হচ্ছে? ফ্ল্যাশার অন আছে। অ্যালার্ম হুটার শোনা যাচ্ছে? তাহলে একটি ট্রেন লেভেল ক্রসিংয়ের দিকে আসছে। যে কোনও ব্যক্তি লেভেল ক্রসিংয়ের দিকে এগিয়ে গেলে তারা এই অ্যালার্মের সংকেতের অর্থ খুব ভালোভাবেই জানেন। এর অর্থ আপনাকে লেভেল ক্রসিংয়ের গেটের অনেক আগেই নিরাপদ দূরত্বে থামতে হবে, কারণ একটি ট্রেন লেভেল ক্রসিংয়ের ট্র্যাক দিয়ে অতিক্রম করবে।

যখন গেট বন্ধ হচ্ছে বা বন্ধ হয়েছে, তখন জোর করে প্রবেশের চেষ্টা করা মারাত্মক ঘটনা ঘটাতে পারে বা ট্রেনের দেরি হতে পারে, বা উভয়ই হতে পারে। হতে পারে যে আপনার কাছের কোনও ব্যক্তি ট্রেনে ভ্রমণ করছেন এবং আপনার অবৈধ প্রবেশের কারণে ট্রেনের বিশাল দেরির ফলে তারা অপ্রয়োজনীয়ভাবে কষ্ট পাবেন।

রেলওয়ে আইন অনুসারে, লেভেল ক্রসিংয়ের গেট বন্ধ হওয়ার সময় বা বন্ধ হওয়ার পর প্রবেশ করা শাস্তিযোগ্য অপরাধ। রেলওয়ে আইন ( The Railway Act, 1989) , ১৯৮৯ এর ধারা: ১৪৬ :-রেলের কর্মচারীকে তার দায়িত্বে বাধা দেওয়া :- যদি কোন ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোন রেল কর্মচারীকে তার দায়িত্ব পালনে বাধা দেয় বা বাধা দেওয়ার চেষ্টা করে, তবে তিনি ছয় মাস পর্যন্ত কারাদণ্ডে বা এক হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

আরও পড়ুন- Eastern Rail: গেট পড়ার সময় ঝুঁকির পারাপার বাংলার কোথায়-কোথায়? স্টেশনের নাম জানাল রেল

১৪৭ :- যদি কোন ব্যক্তি রেলওয়ের অংশে অবৈধভাবে প্রবেশ করে বা প্রবেশ করে সেই সম্পত্তির অপব্যবহার করে বা ছাড়তে অস্বীকার করে, তবে তিনি ছয় মাস পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবেন। অথবা জরিমানা সহ যা এক হাজার টাকা পর্যন্ত হতে পারে, বা উভয়ের সাথে।

১৫৪ :-যদি কোন ব্যক্তি তাড়াহুড়ো করে এবং অবহেলার সাথে কোন কাজ করে, বা যা করতে সে আইনত বাধ্য তা করতে বাদ দেয়, এবং এই কাজ বা বাদ দিলে কোন রেলপথে ভ্রমণ করা বা থাকা কোন ব্যক্তির নিরাপত্তা বিপন্ন হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সে শাস্তিযোগ্য হবে। একটি মেয়াদের জন্য কারাদণ্ডের সাথে যা এক বছর পর্যন্ত প্রসারিত, বা জরিমানা, বা উভয়ই।

১৬০ :-যদি কোন ব্যক্তি, রেলওয়ের কর্মচারী বা এই জন্য অনুমোদিত ব্যক্তি ব্যতীত, রাস্তা যান চলাচলের জন্য বন্ধ থাকা লেভেল ক্রসিংয়ের উভয় পাশে স্থাপিত কোনও গেট বা চেইন বা বাধা খোলে, তবে তিনি কারাদণ্ডে দণ্ডিত হবেন। একটি মেয়াদ যা তিন বছর পর্যন্ত প্রসারিত হতে পারে।

১৬১ :-কোনো ব্যক্তি যদি কোনো যানবাহনের চালনা বা নেতৃত্বে অবহেলা করে কোনো মানহীন লেভেল ক্রসিং অতিক্রম করেন, তাহলে তিনি এক বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবেন। উপরে উক্ত ধারা অনুসারে, লেভেল ক্রসিংয়ের গেট বন্ধ হওয়ার সময় বা বন্ধ হওয়ার পর প্রবেশ করা শাস্তিযোগ্য অপরাধ।

আরও পড়ুন- Suvendu Adhikari: BJP-তে সংখ্যালঘু মোর্চা চান না শুভেন্দু, এই প্রসঙ্গে এতদিনে কী বললেন তথাগত?

পূর্ব রেল সকল পথচারীকে এবং গাড়ির চালকদের অনুরোধ করছে, তাঁদের যানবাহন বা যাত্রা লেভেল ক্রসিংয়ের গেটের অনেক আগেই থামান এবং নিশ্চিত করুন যে লেভেল ক্রসিংয়ের গেট খোলা এবং কোনও ট্রেন আসার কোনও চিহ্ন নেই। যদি লেভেল ক্রসিংয়ের গেট বন্ধ হয় বা বন্ধ হওয়ার পথে থাকে, তবে গেট অতিক্রম করার কথা চিন্তাও করবেন না, তা যানবাহন নিয়ে হোক বা পায়ে হেঁটে।

Eastern Railway indian railway West Bengal
Advertisment