'মর না হয় মারো'...! দ্বিতীয় পর্যায়ের যুদ্ধে বেনজির হুঙ্কার নেতানিয়াহু’র

প্যালেস্তাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস 'গাজায় গণহত্যা' বন্ধে অবিলম্বে আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছেন

প্যালেস্তাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস 'গাজায় গণহত্যা' বন্ধে অবিলম্বে আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছেন

author-image
IE Bangla Web Desk
New Update
Israel Hamas War, Israel Hamas War news, Israel Hamas War updates, Israel Hamas War live updates, Israel Hamas

বন্দিদের মুক্ত করতে 'প্রতিটি বিকল্প' ব্যবহার করব: নেতানিয়াহু

ইজরায়েলি সামরিক বাহিনী গাজায় স্থল বাহিনী পাঠিয়ে এবং স্থল, সমুদ্র ও আকাশ পথে জোরালো আক্রমণ শুরুর মাধ্যমে মাধ্যমে হামাসের বিরুদ্ধে যুদ্ধের দ্বিতীয় পর্যায়ের সূচনা করেছে। শনিবার রাতে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সতর্ক করে দিয়ে বলেন, আক্রমণ এখন আরও ব্যাপক ও তীব্রতর হবে। ইজরায়েল যুদ্ধে জয়ী হবে। যে কোন মূল্যে হামাসকে নির্মূল করতে ইজরায়েল বদ্ধ পরিকর।

Advertisment

ইজরায়েল ও হামাসের মধ্যে সংঘর্ষের তিন সপ্তাহ পার হয়ে গেছে। এদিকে গাজা উপত্যকায় লুকিয়ে থাকা হামাস জঙ্গিদের হত্যা করতে ইসরায়েলি বিমান বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। গত ২১ দিনে উভয় পক্ষের নয় হাজারের নিহত হয়েছেন। ইজরায়েলে হামাসের হামলায় ১৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এরপর থেকে গাজা উপত্যকায় ইজরায়েলি বিমান হামলায় প্রায় সাড়ে সাত হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এদিকে শুক্রবার রাতে গাজায় ইজরায়েলের বিমান হামলায় গাজায় ১৫০টিরও বেশি ভূগর্ভস্থ টানেল ধ্বংস করেছে বলে দাবি করেছে ইজরাইল।

নিউইয়র্কেবিক্ষোভ, আটক ২০০

গাজা উপত্যকায় ইজরায়েলি সেনা আক্রমণ তীব্র করার সঙ্গে সঙ্গে নিউইয়র্ক সিটির বিখ্যাত 'গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল'-এর প্রধান কমপ্লেক্সে যুদ্ধবিরতির দাবিতে শ’য়ে শ’য়ে বিক্ষোভকারী স্লোগান দিতে শুরু করেন। সঙ্গে সঙ্গে পুলিশ ব্যবস্থা নেয় এবং প্রায় ২০০ আন্দোলনকারীকে আটক করা হয়। পরে অবশ্য তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

WFP-এরগাজায় থাকাটিমের সঙ্গে যোগাযোগবিচ্ছিন্ন

Advertisment

রাষ্ট্রসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) প্রধান সিন্ডি ম্যাককেইন শনিবার বলেছেন যে তিনি ইজরায়েল-হামাস সংঘর্ষের মধ্যে গাজায় তার টিমের সঙ্গে যোগাযোগ হারিয়েছেন। টুইটারে একটি পোস্টে ম্যাককেইন বলেছেন যে ‘গাজায় আমাদের দলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। গাজায় সংঘাত বেড়ে যাওয়ায় আমি সকল মানবিক কর্মী এবং সাধারণ নাগরিকদের নিরাপত্তার জন্য অত্যন্ত উদ্বিগ্ন। আমরা একটা টার্নিং পয়েন্টে আছি। মানবতা বজায় রাখতে হবে।

প্যালেস্তাইনের প্রেসিডেন্টমাহমুদআব্বাস 'গাজায় গণহত্যা' বন্ধে অবিলম্বে আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছেন। আব্বাস বলেন, এটা বর্বর হামলা। এই গণহত্যায় বিশ্ব কীভাবে নীরব থাকবে?

গাজায়ইজরায়েলিসেনাবাহিনীরস্থলঅভিযানেরনিন্দাজানিয়েছেসৌদিআরব

গাজায় ইজরায়েলি সেনাবাহিনীর স্থল অভিযান অব্যাহত রয়েছে। এদিকে, সৌদি আরব ইজরায়েলি বাহিনীর স্থল অভিযানের নিন্দা করেছে। এর ফলে প্যালেস্তাইনি নাগরিকদের জীবন হুমকির মুখে পড়বে বলে সৌদি আরবের বিদেশ মন্ত্রক এক বিবৃতি জারি করেছে।  

গাজাযুদ্ধদ্বিতীয়পর্যায়েপ্রবেশকরেছে: নেতানিয়াহু

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, স্থল অভিযানের মাধ্যমে গাজায় যুদ্ধ দ্বিতীয় পর্যায়ে প্রবেশ করেছে। শনিবার এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, ইজরায়েলি সেনাবাহিনী গাজায় স্থল হামলা শুরু করেছে। এই লড়াই দীর্ঘ এবং কঠিন হবে। নেতানিয়াহু তেল আবিবের কিরিয়াতে হামাসের হাতে বন্দিদের পরিবারের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন। তিনি বলেন, বন্দি মুক্তির জন্য সর্বাত্মক চেষ্টা করা হবে। হামাস ২০০-এর বেশি ইজরায়েলি সাধারণ নাগরিককে বন্দি করেছে বলেই দাবি ইজরায়েলের। ইসরায়েল হামলা বন্ধ করার এবং বন্দীদের  জেলে বন্দী প্যালেস্তাইনিদের মুক্তি দেওয়ার প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে।

বন্দিদের মুক্তকরতে 'প্রতিটিবিকল্প' ব্যবহারকরব: নেতানিয়াহু

সন্ত্রাসী সংগঠন হামাসের সঙ্গে সংঘর্ষের মধ্যে, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন যে তার সরকার সন্ত্রাসবাদীদের হাতে বন্দি হওয়া লোকদের নিরাপদে মুক্ত করার জন্য সম্ভাব্য সর্বাত্মক চেষ্টা করবে। তবে নেতানিয়াহু বন্দি বিনিময় চুক্তিতে প্রতিশ্রুতিবদ্ধ হননি।

সংযুক্তআরবআমিরশাহীগাজানিয়েরাষ্ট্রসংঘনিরাপত্তাপরিষদেরবৈঠকডাকারঅনুরোধকরেছে

সংযুক্ত আরব আমিরশাহী (ইউএই) গাজায় ইজরায়েলের স্থল অভিযানের বিষয়ে যত তাড়াতাড়ি সম্ভব রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের একটি বৈঠক ডাকার অনুরোধ করেছে।

ইজরাইলতুরস্কথেকেতাদেরকূটনৈতিককর্মীদেরপ্রত্যাহারকরবে

ইজরাইল তুরস্ক থেকে তাদের দূতাবাসের কর্মীদের ফিরিয়ে নেবে। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান গাজায় তাদের সামরিক অভিযানের সমালোচনা করার পর শনিবার ইজরাইল বলেছে যে তারা তুরস্ক থেকে তাদের কূটনীতিকদের প্রত্যাহার করছে।

তুরস্কেরপ্রেসিডেন্টএরদোগান এক বিবৃতিতে বলেন,  ইজরায়েল ২২ দিন ধরে প্রকাশ্যে যুদ্ধাপরাধ করছে, কিন্তু পশ্চিমী দেশগুলির নেতারা যুদ্ধবিরতির কথাও বলছেন না। ইস্তাম্বুলে এক সমাবেশে ভাষণ দিচ্ছিলেন এরদোগান। তিনি বলেছিলেন যে আমরা সারা বিশ্বকে বলব যে ইজরাইল একটি যুদ্ধাপরাধী দেশ। এ জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আমরা ইজরাইলকে যুদ্ধাপরাধী ঘোষণা করব।

মিশরেরপ্রেসিডেন্টের সঙ্গেকথাবলেছেনপ্রধানমন্ত্রীমোদী

মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল-সিসির সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সন্ধ্যায় দুজনের মধ্যে টেলিফোনে কথা হয়। গাজা উপত্যকায় ইজরায়েলি সামরিক অভিযান নিয়ে উভয়ের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে।

টেসলারসিইওএলনমাস্ক শনিবার ঘোষণা করেছেন যে তার স্যাটেলাইট-ভিত্তিক যোগাযোগ ব্যবস্থা স্টারলিঙ্ক গাজায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত সাহায্যকারী সংস্থাগুলির সঙ্গে সংযোগ প্রদানের ব্যবস্থা করবেন।

ইসরায়েল-হামাসযুদ্ধেরমধ্যেকেনইরান-মার্কিনবিরোধশুরুহয়েছিল?

একদিকে হামাস ও ইজরায়েলের মধ্যে যুদ্ধ চলছে, অন্যদিকে আমেরিকা ও ইরানের মধ্যেও চলছে চরম উত্তেজনা।  এর কারণ সিরিয়া ও ইরাকে রকেট ও বিমান হামলা। মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলায় ২০ জনের বেশি সেনা আহত হয়েছে।

গত কয়েক সপ্তাহ ধরে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে, এতে সাড়ে সাত হাজার মানুষ প্রাণ হারিয়েছে। এদিকে আমেরিকা ইজরায়েলকে সমর্থন করায় ইরান ক্ষুব্ধ। ইরান হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা যদি ইজরায়েলের প্রতি সমর্থন অব্যাহত রাখে তবে আমারিকার বিরুদ্ধে নতুন ফ্রন্ট খুলবে ইরান।  

Israel-Palestine clash