IMA Strike: আরজি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ)-র ডাকে আজ ২৪ ঘন্টার দেশব্যাপী ধর্মঘট শুরু হয়েছে। সকাল ৬টা থেকে শুরু হয়েছে এই ধর্মঘট, চলবে আগামীকাল, রবিবার (১৮ আগস্ট) সকাল ৬টা পর্যন্ত।
এদিকে, আরজি কর কাণ্ডে ন্যাশনাল কমিশন ফর উইমেন'স (এনসিডব্লিউ)-র দুই সদস্যের তদন্ত কমিটি গোটা ঘটনায় তাদের রিপোর্ট জমা দিয়েছে। রিপোর্টে নিরাপত্তা সংক্রান্ত ঘাটতি, তথ্যপ্রমাণ লোপাট এবং কর্মক্ষেত্রে মহিলা চিকিৎসাকর্মীদের সুরক্ষার অভাবের কথা উল্লেখ করা হয়েছে।
IMA-র ডাকা দেশব্যাপী ধর্মঘটের জেরে স্বাস্থ্যপরিষেবা গভীর সংকটের মুখে পড়তে চলেছে। আজ সকাল ৬টা থেকে আগামীকাল সকাল ৬ টা পর্যন্ত ডাকা ২৪ ঘন্টার ধর্মঘটে জরুরি পরিষেবা ছাড়া আর কোন পরিষেবা চালু থাকবে না বলেই সংগঠনের তরফে জানানো হয়েছে। যার জেরে চরম সংকটের মুখে পড়তে হতে পারে রোগী ও রোগীর পরিবারকে। বন্ধ থাকবে ওপিডি। IMA-র তরফে ১৪ অগাস্ট মধ্যরাতে আরজি কর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় জড়িতদের যথাযথ শাস্তির দাবিও জানানো হয়েছে।
ফের আজ হাজিরা: < RG Kar Case-CBI: গতরাতে ছেড়ে আজ সকালেই তলব, হন্তদন্ত হয়ে CBI দফতরে সন্দীপ ঘোষ, কী বললেন জানেন?>
উল্লেখ্য, ১৩ অগাস্ট কলকাতা হাইকোর্ট কলকাতা পুলিশের কাছ থেকে এই মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে হস্তান্তরের নির্দেশ দেয়। গতকাল তৃণমূলের তরফে বাম-রাম যোগসাজশের অভিযোগ তুলে এক মিছিলের ডাক দেওয়া হয়। প্রতিবাদ মঞ্চ থেকে আরজি কর কাণ্ডে দোষীদের ফাঁসির দাবি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি অভিযোগ করেন সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর প্রচার করে সত্যকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে। "সিপিআই(এম), বিজেপি অপরাধের প্রমাণ নষ্ট করতে আরজি কর হাসপাতাল ভাংচুর চালিয়েছে বলেও দাবি করেন তৃণমূল সুপ্রিমো। মমতা বলেন, "আমরা চাই সত্য বেরিয়ে আসুক, কিন্তু কিছু মহল মানুষকে বিভ্রান্ত করার জন্য মিথ্যার আশ্রয় নিচ্ছে। বাম, বিজেপির এই গভীর ষড়যন্ত্র ফাঁস হওয়া উচিত"।