RG Kar Incident Kolkata: আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় যখন উত্তাল রাজ্য, প্রতিবাদের ঝড় আছড়ে পড়েছে দেশের সব প্রান্তে তখনই সুপ্রিম কোর্ট রবিবার এই ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ গ্রহণ করেছে। আগামী মঙ্গলবারই হবে এই মামলার শুনানি। বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে এই মামলার শুনানি হবে।
মঙ্গলবার (২০ আগস্ট) ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চদ্রচূড়ের নেতৃত্বাধীন একটি ডিভিশন বেঞ্চ এই মামলার শুনানি করবে। আরজি কর কাণ্ডের প্রতিবাদে গতকালই ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন ২৪ ঘন্টার দেশব্যাপী ধর্মঘট পালন করে। পাশাপাশি সংগঠনের তরফে চিঠি দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও। চিঠিতে বেশ কয়েকটি দাবি জানানো হয়েছে। তার মধ্যে রয়েছে হাসপাতালের নিরাপত্তা, কাজের সময়সূচী পরিবর্তন, মামলার সুষ্ঠ তদন্ত এবং পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ সহ বেশ বিষয়।
এদিকে, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) টানা তৃতীয় দিনের জন্য আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ ডাঃ সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করেছে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, কেন্দ্রীয় সংস্থা চিকিৎসক খুনের দিনে ঘটনার আগে এবং পরে করা কলগুলির বিশদ বিবরণ জমা দিতে বলেছে। রিপোর্টে আরও বলা হয়েছে যে সিবিআই সন্দীপ ঘোষের কল রেকর্ড খতিয়ে দেখার কাজ শুরু করেছে।
১৩ অগাস্ট কলকাতা হাইকোর্ট কলকাতা পুলিশের কাছ থেকে এই মামলা সিবিআইয়ের হাতে হস্তান্তর করে। এর পর মামলার তদন্ত শুরু করে সিবিআই। এদিকে ১৪ অগাস্ট মধ্য রাতে হাসপাতালে ভাঙচুরের ঘটনায় এখনও পর্যন্ত গ্রেপ্তার হওয়া ৩০ জনের মধ্যে দুজন TMC কর্মী সমর্থক। পাশাপাশি হামলার ঘটনায় ডিওয়াইএফআই নেত্রী মিনাক্ষী মুখার্জি সহ বেশ কয়েকজন বাম নেতা এবং সিপিআইএম-এর আরও ছয়জন রাজ্য স্তরের যুব ও ছাত্র নেতাকে একই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। তলব করা হয়েছে তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সুখেন্দুশেখর রায় সহ বিশিষ্ট চিকিৎসক কুণাল সরকার ও চিকিৎসক সুবর্ণ গোস্বামীকেও।
< বাতিল ডার্বির দিনে হাতে হাত ইস্ট-মোহনের! রাজপথ কেঁপে উঠল বিচার চাই দাবিতে >