Advertisment

RG Kar Incident Kolkata: চিকিৎসকদের মিছিলে স্তব্ধ কলকাতা, আরজি কর কাণ্ডে লালবাজারে কুনাল সরকাররা

নির্যাতিতার পরিচয় প্রকাশ মিথ্যা তথ্য ও গুজব ছড়ানোর অভিযোগে দুই চিকিৎসককে তলব করে হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
"RG Kar Medical Student Death, আরজি কর কাণ্ড, চিকিৎসক খুন, তিলোত্তমা, বিচার চায় তিলোত্তমা, চিকিৎসক, চিকিৎসকদের প্রতিবাদ, RG Kar, RG Kar Hospital, RG Kar Case, RG Kar Case Update, Tilottama, Doctors, Doctor Death, Doctors Protest, AIIMS, doctors protest, OPD Service, aiims, OPD on road, Health Ministry, আরজি কর, ওপিডি, ওপিডি পরিষেবা, স্বাস্থ্য মন্ত্রক, রাস্তায় বসে রোগী দেখা, Bangla News, Latest Bangla News, News in Bangla, Bengali News, Latest Bengali News, News in Bengali"

নির্যাতিতার পরিচয় প্রকাশ মিথ্যা তথ্য ও গুজব ছড়ানোর অভিযোগে দুই চিকিৎসককে তলব করে হয়েছে। এক্সপ্রেস ফটো-শশী ঘোষ

RG Kar Incident Kolkata: আরজি কর কাণ্ডে গতকাল লালবাজারের তরফে তলব করা হয় শহরের বিশিষ্ট চিকিৎসক কুণাল সরকার ও সুবর্ণ গোস্বামীকে। নির্যাতিতার পরিচয় প্রকাশ মিথ্যা তথ্য ও গুজব ছড়ানোর অভিযোগে দুই চিকিৎসককে তলব করে হয়েছে বলেই লালবাজার সূত্রে খবর। সোমবার দুপুরে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে দুই চিকিৎসককে সঙ্গে নিয়ে প্রায় ২০০ চিকিৎসক মিছিল করে লালবাজারে উদ্দেশে যাওয়ার সিদ্ধান্ত নেন। সেই মতো লালবাজারের উদ্দেশে রওনা হয় চিকিৎসকদের বিরাট মিছিল। তবে এদিন পুলিশি তৎপরতা ছিল চোখে পড়ার মত। ফিয়ার্স লেনে ব্যারিকেড করে মিছিল আটকে দেয় পুলিশ। কড়া নিরাপত্তার মধ্যে দুই চিকিৎসক তাঁদের আইনজীবী নিয়ে লালবাজারে প্রবেশ করেন। দুই চিকিৎসককে তলব প্রসঙ্গে চিকিৎসকদের তরফে জানানো হয়, কণ্ঠরোধ করতেই দুই চিকিৎসককে তলব করা হয়েছে। যদিও দুই চিকিৎসকের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেন তাঁরা।

Advertisment

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ-খুনে উত্তাল বাংলা। ইতিমধ্যেই ঘটনার তদন্তভার কলকাতা পুলিশের হাত থেকে গিয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা CBI-র হাতে। এই ঘটনার তদন্ত নেমে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ গোয়েন্দাদের। সেই সঙ্গে হাসপাতালের আরও কয়েকজন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে আগামী ৭ দিন সব রকম মিটিং, মিছিল, জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা পুলিশ। আগামী শনিবার পর্যন্ত শ্যামবাজার পাঁচ মাথার মোড়, বেলগাছিয়া রোড, জেকে মিত্র ক্রসিং চত্বরে কোনও ধরনের জাময়েত করা যাবে না বলে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ জানিয়ে দিয়েছে। কলকাতা পুলিশের এই ভূমিকারও কড়া সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা।

আরও পড়ুন - < RG Kar Case-Kalyan Banerjee: সুখেন্দুশেখরের পর এবার ‘বিদ্রোহী’ কল্যাণ? আরজি কর কাণ্ডের প্রতিবাদ মিছিলে তৃণমূল সাংসদ >

আরজি কর কাণ্ডে উত্তাল দেশ। প্রতিবাদে সরব চিকিৎসক সংগঠন থেকে সাধারণ মানুষ। ক্ষোভে ফুঁসছে শহর কলকাতা। ন্যায় বিচারের দাবিতে পথে নেমেছেন সমাজের সকল স্তরের মানুষ। উঠেছে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিও। এরই মাঝে হাসপাতালগুলিতে চিকিৎসকদের নিরাপত্তার জন্য নতুন আইন আনার দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন পদ্ম পুরস্কারপ্রাপ্ত ৭০ চিকিৎসক। পদ্ম পুরস্কারপ্রাপ্ত চিকিৎসকরা মোদীকে লেখা চিঠিতে আরজি কর কাণ্ডে সংগঠিত অপরাধের দ্রুত বিচার ও স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে কর্মক্ষেত্রে হিংসা মোকাবেলায় একটি পৃথক আইন আনার দাবি জানান।

চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে হিংসার বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন ৭০ জনেরও বেশি পদ্ম পুরস্কারপ্রাপ্ত চিকিৎসক। তারা আরজি কর কাণ্ডে দ্রুত বিচারের দাবির পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে হিংসার ঘটনা মোকাবেলায় একটি পৃথক আইন আনারও দাবি জানিয়েছেন। তরুণী চিকিৎসক ধর্ষণ ও হত্যার কথা উল্লেখ করে চিকিৎসকরা লিখেছেন, “এটা স্পষ্ট যে এই ধরনের নৃশংসতা বন্ধ করার জন্য কঠোর পদক্ষেপ নেওয়া দরকার। আমরা এই ধরণের ঘটনা রোধে অবিলম্বে এবং সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিতে আহ্বান জানাচ্ছি।”

চিকিৎসকদের তরফে আরও জানানো হয়েছে, এই ধরনের ঘটনা রুখতে ২০১৯ সালে ‘দ্য প্রিভেনশন অফ ভায়োলেন্স অ্যাগেইনস্ট ডক্টরস, মেডিক্যাল প্রফেশনালস অ্যান্ড মেডিক্যাল ইনস্টিটিউশন বিল’ প্রস্তুত করা হয়েছিল। যা এখনও পর্যন্ত সংসদে পেশ হয়নি। স্বাস্থ্য কর্মীরা যাতে নির্ভয়ে রোগীদের পরিষেবা দিতে পারেন তার জন্য এই বিল অবিলম্বে সংসদে পাশ করানো হোক। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে চিকিৎসকরা আরজি কর কাণ্ডে তাঁকে ব্যক্তিগতভাবে হস্তক্ষেপ করার অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে চিঠিতে তাঁরা পাঁচটি দাবি তুলে ধরেন। যার মধ্যে রয়েছে যৌন নির্যাতনের ঘটনায় যুক্ত অপরাধীদের জন্য কঠোর এবং দ্রুত শাস্তির ব্যবস্থা থেকে শুরু করে হাসপাতালগুলিতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা।

RGKar medical college &amp; hospital Dr. Kunal Sarkar
Advertisment