Advertisment

LPG Price Hike: মধ্যবিত্তের হেঁশেলে আগুন, ফের বাড়ল রান্নার গ্যাসের দাম

কলকাতায় এলপিজি সিলিন্ডার কিনতে এখন থেকে খসবে ১১২৯ টাকা।

author-image
IE Bangla Web Desk
New Update
LPG cylinder,LPG cylinder Prices,LPG cylinder in Delhi,Domestic cooking gas,lpg,LPG price cut

আরও মহার্ঘ হল রান্নার গ্যাস

ত্রিপুরা-সহ উত্তর-পূর্বের তিন রাজ্যে ভোট মিটতেই সাধারণের নাভিশ্বাস বাড়িয়ে ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। মঙ্গলবার মধ্যরাতে গৃহস্থের হেঁশেলের রান্নার গ্যাসের দাম বাড়াল কেন্দ্র। ১৪.২ কোজির সিলিন্ডারে ৫০ টাকা দাম বাড়ল। ফলে কলকাতায় এলপিজি সিলিন্ডার কিনতে এখন থেকে খসবে ১১২৯ টাকা। গত বছর জুলাইয়ে শেষবার দাম বেড়েছিল গ্যাসের।

Advertisment

অন্যদিকে, হোটেল-রেস্তরাঁয় ব্যবহৃত বাণিজ্যিক গ্যাসের (১৯ কেজি) দামও ১ মার্চ থেকে ৩৫২ টাকা বাড়ল। কমার্শিয়াল গ্যাস সিলিন্ডার কিনতে এখন থেকে খসবে ২২২১.৫০ টাকা। উল্লেখ্য, খাদ্যদ্রব্য এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি এমনিতেই মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারগুলিকে নাজেহাল করে দিয়েছে। এবার গোদের উপর বিষফোঁড়ার মতো গ্যাসের দামও বাড়ল।

কিন্তু পেট্রল-ডিজেলের দাম অনেক দিন ধরেই একই অবস্থায় রয়েছে। তবে তা-ও সাধারণের কাছে মাথাব্যথা। পেট্রল-ডিজেলের চড়া দামের কারণে রাস্তাঘাটে যাতায়াতের খরচ বেড়েছে। ওষুধপত্রেরও দাম বেড়েছে। একসঙ্গে এতকিছুর দাম বাড়ার ফলে সংসার খরচ বেড়েছে। ঘর চালাতে গিয়ে হিমশিম খাচ্ছে আম আদমি। তার উপর রান্নার গ্যাসের দাম বাড়াকে অনেকেই বলছেন মড়ার উপর খাঁড়ার ঘা!

এদিকে, সিলিন্ডারের উপর ভর্তুকিও এখন কোথাও একেবারেই মেলে না। কোথাও মিললে তা-ও নামমাত্র। বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়ার ফলে হোটেল-রেস্তরাঁয় খাওয়া-দাওয়া আরও খরচসাপেক্ষ হবে। কিন্তু মঙ্গলবার মধ্যরাতে যেভাবে রান্নার গ্যাসের দাম বাড়ল, তাতে এবার সাধারণ মানুষের আশঙ্কা, অনেকদিন পর এবার পেট্রল-ডিজেলেরও দাম বাড়তে চলেছে। বিভিন্ন রাজ্যে ভোটপর্ব মিটেছে, তাই পেট্রোপণ্য দামি হবে না একথা জোর দিয়ে বলা যাচ্ছে না।

Petrol-Diesel price Hike LPG Price Hike
Advertisment