Advertisment

ফের কোপ মধ্যবিত্তের হেঁশেলে, আরও দামী রান্নার গ্যাস

ফের এক দফায় দাম বাড়ল রান্নার গ্যাসের।

author-image
IE Bangla Web Desk
New Update
Domestic LPG price Hike, cylinder price is increase by rs 50

আরও দামী রান্নার গ্যাস।

ফের কোপ হেঁশেলে। এক ধাক্কায় ৫০ টাকা দাম বাড়ল রান্নার গ্যাসের। হাজার টাকা ছাড়াল রান্নার গ্যাসের দাম। আকাশছোঁয়া মূল্যবৃদ্ধিতে এমনিতেই দিশেহারা আমজনতা। গোদের উপর বিষফোঁড়ার মতো এবার ফের এক দফায় দাম বৃদ্ধি রান্নার গ্যাসের।

Advertisment

এক লাফে ৫০ টাকা বেড়ে ১৪.২ কেজির রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম হল ১০২৬ টাকা। বাড়িতে ব্যবহৃত গ্যাসের সিলিন্ডারের দাম বাড়লেও এই পর্বে নতুন করে দাম বাড়েনি বাণিজ্যিক সিলিন্ডারের। বরং সাড়ে ৯ টাকা কমে বর্তমানে কলকাতায় বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার প্রতি দাম হয়েছে ২,৪৪৫ টাকা ৫০ পয়সা।

এক কথায় মূল্যবৃদ্ধির এই পরিস্থিতিতে দিশেহারা আমজনতা। পেট্রোল-ডিজেলের চড়া দামের জন্য এমনিতেই সব জিনিসের দাম বেড়েছে। প্রতিদিন বাজারে গিয়ে তা হাড়ে-হাড়ে টের পাচ্ছে আমজনতা। এর উপর ফের এক দফায় রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বৃদ্ধিতে স্বভাবতই খরচের বোঝা আরও বাড়বে সাধারণ মানুষের উপর।

কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত নীতির কারণেই পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধি হচ্ছে বলে আওয়াজ তুলেছে বিরোধীরা। মোদী সরকারের চড়া হারে শুল্ক আদায়ের জেরেই আর্থিক বোঝা চাপছে সাধারণ মানুষের উপর, এমনই অভিযোগ বিজেপি বিরোধী রাজ্যগুলির।

আরও পড়ুন- মমতার ধমকের পরই প্রশাসনিক কর্তাদের বৈঠক, ফের চালু হবে বর্ধমানের মিষ্টি হাব

যদিও জ্বালানি তেলের দাম বৃদ্ধির জন্য বিজেপি বিরোধী রাজ্যগুলিকেই পাল্টা নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অবিজেপি ওই রাজ্যগুলিতে পেট্রোল-ডিজেলে কর ছাড় না দেওয়ার জন্যই সাধারণ মানুষের খরচের বোঝা বাড়ছে বলে দাবি করেছেন মোদী। সম্প্রতি একটি বক্তৃতায় বেশ কয়েকটি রাজ্যের নামও উল্লেখ করেন তিনি।

এদিকে, ফের এক দফায় রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে শুরু রাজনৈতিক চাপানউতোর। বিজেপি নেতা দিলীপ ঘোষ এপ্রসঙ্গে বলেন, ''সারা দুনিয়ায় দাম বাড়ছে। যুদ্ধের জন্য অর্থনীতিতে প্রভাব পড়ছে, তারই জেরে দাম বাড়ছে। তবু আমাদের সরকার কিছুটা আটকে রেখেছে।'' রান্নার গ্যাসের দাম বৃদ্ধি ইস্যুতে বিজেপিকে তুলোধনা করেছে তৃণমূল।

দলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের কথায়, ''কর চাপিয়ে কোনওমতে সরকার চলছে। সারা দেশে অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে। সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কথা ভাবছে না কেন্দ্রীয় সরকার।''

kolkata West Bengal LPG Price Hike
Advertisment