/indian-express-bangla/media/media_files/2025/06/01/PlGsDBPsDHhiew7MxB7e.jpg)
উত্তাল মুর্শিদাবাদ, দাপুটে শাসক নেতার বাড়িতেই বোমাবাজি, ধুন্ধুমার!
TMC Innerclash: রাতের অন্ধকারে বোমা হামলা ডোমকল তৃণমূল টাউন সভাপতির বাড়িতে। এরপরই ছড়িয়ে পড়ে চূড়ান্ত চাঞ্চল্য।
ডোমকলে ফের প্রকাশ্যে এল গোষ্ঠী কোন্দল। রবিবার গভীর রাতে টাউন সভাপতির বাড়িতে আচমকা বোমা হামলায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। সূত্রের খবর, এই ঘটনায় কেউ হতাহত না হলেও বাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়া হয়। ঘটনার পর গোটা এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা।
'অনুব্রত ফোনই করেনি, AI এর মাধ্যমে ওই কল করা হয়েছে', বিস্ফোরক তৃনমূল নেতা
ডোমকল পুর প্রশাসক তথা বিধায়কের বিরুদ্ধে সরকারি অর্থ তছরুপ এবং উন্নয়নের অভাব নিয়ে বিগত কয়েক মাস ধরেই সরব ছিলেন বিদায়ী কাউন্সিলরদের একাংশের সাথে ছিলেন টাউন সভাপতি, প্রশাসনের বিভিন্ন স্তর থেকে শুরু করে শাসকদলের উচ্চ নেতৃত্ব পর্যন্ত পৌঁছেছিল এই অভিযোগের ধাক্কা।
এরপর থেকেই বিধায়কের ঘনিষ্ঠরা সোশ্যাল মিডিয়ায় বিদায়ী কাউন্সিলরদের বিরুদ্ধে নানা কুরুচিকর মন্তব্য ও কটাক্ষ করতে শুরু করেন বলে অভিযোগ টাউন সভাপতি। ঘটনার পর এলাকায় মোতায়েন হয়েছে বিশাল পুলিশ বাহিনী। তদন্ত শুরু করেছে ডোমকল থানার আধিকারিকরা। এখনও পর্যন্ত কেউ গ্রেফতার না হলেও, অভিযুক্তদের চিহ্নিত করতে তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ। এই হামলার পিছনে কে বা কারা যুক্ত, তা সময়ই বলবে বলে জানান টাউন সভাপতি কামরুজ্জামান মন্ডল।