Advertisment

'উৎসব উদযাপনেও কোভিড বিধি মানতে ভুলবেন না', নতুন বছরের শুভেচ্ছাবার্তায় লিখলেন মুখ্যমন্ত্রী

পথ চলা শুরু নতুন বছর ২০২২-এর। রাজ্যবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
tmc working committee meeting on mamata banerjees call updates

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

পথ চলা শুরু নতুন বছর ২০২২-এর। রাজ্যবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন বছরকে স্বাগত জানানোর আনন্দে সামিল হয়েও প্রত্যেকে যাতে কোভিড বিধি মেনে চলেন সেব্যাপারে সজাগ করেছেন মুখ্যমন্ত্রী।

Advertisment

টুইটে রাজ্যবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন, ''সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা! ২০২২ এমন একটি বছর হতে চলেছে যা আপনার জীবনকে শান্তি এবং সমৃদ্ধিতে পূর্ণ করবে। সবার স্বপ্ন সত্যি হোক। ঈশ্বর আপনাদের এবং আপনার প্রিয়জনকে আশীর্বাদ করুন। উৎসব উদজাপনেও কোভিড বিধি মানতে ভুলবেন না''

আরও পড়ুন- কলকাতায় একদিনে মৃত ৪, রাজ্যের দৈনিক করোনা আক্রান্ত তিন হাজার পার

এদিকে দেশজুড়ে ব্যাপকভাবে ফের ছড়াচ্ছে করোনা। বাংলাতেও সংক্রমণ পরিস্থিত বেশ উদ্বেগজনক। পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকারও। গোদের উপর বিষফোঁড়ার মতো কাঁপুনি ধরাচ্ছে ওমিক্রন।

আরও পড়ুন- ‘অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে’, দলের প্রতিষ্ঠা দিবসে বার্তা তৃণমূলনেত্রীর

ভাইরাসের এই নয়া প্রজাতি ঘুম কেড়েছে গোটা বিশ্বের। ভারতেও ইতিমধ্যেই ১৪৩১ জন ওমিক্রন আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে নতুন বছরকে স্বাগত জানানোর আনন্দে সামিল হলেও প্রত্যেককে কোভিড বিধি মেনে চলার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Covid protocols Mamata Banerjee New Year 2022
Advertisment