Door to Door Auto Service Newtown: পরিবহন ব্যবস্থায় সুনামি নিউটাউনে, এবার অ্যাপে বুক করলেই 'দুয়ারে অটো'

Door to Door Auto Service Newtown: নিউটাউনে পরিবহন ব্যবস্থায় আসতে চলেছে নয়া বিপ্লব। এবার বিরাট উদ্যোগে হাজির দুয়ারে অটো পরিষেবা। অপেক্ষার অবসান হতে চলেছে নিউটাউনবাসীর।

author-image
IE Bangla Web Desk
New Update
Bengaluru Woman's Auto Case: অটোয় বসে ভয় ধরিয়ে দেওয়ার মতো অভিজ্ঞতা মহিলার

পরিবহন ব্যবস্থায় সুনামি নিউটাউনে, এবার অ্যাপে বুক করলেই 'দুয়ারে অটো'

Door to Door Auto Service Newtown:  নিউটাউনে পরিবহন ব্যবস্থায় আসতে চলেছে নয়া বিপ্লব। এবার বিরাট উদ্যোগে হাজির দুয়ারে অটো পরিষেবা। অপেক্ষার অবসান হতে চলেছে নিউটাউনবাসীর। 

Advertisment

এবার থেকে  ক্যাবের মাধ্যমে বুক করা অটো। শুনেই চমকে উঠলেন? নয়া এই পরিষেবা চালু হতে চলেছে নিউ টাউনে। পাইলট প্রজেক্ট হিসাবে এই পরিষেবা আনা হচ্ছে। এর ফলে উপকৃত হবেন নিউ টাউনের একটা বড় অংশের মানুষ। যাদের প্রতিদিন অফিস-স্কুল-কলেজে বেরিয়ে ভোগান্তির মুখে পড়তে হয়। 

জানা গিয়েছে এর জন্য রাস্তায় নতুন কোন অটো নামানো হবে না। রুটের কিছু অটোকেই এই অ্যাপের আওতায় প্রাথমিকভাবে যুক্ত করা হবে। তবে গোটা পরিকল্পনা এখন প্রাথমিক স্তরে। শুক্রবার এই মর্মে একটি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে হাজির ছিলেন পুলিশ, প্রশাসন,  পরিবহন দফতরের কর্তারা। ছিলেন ওলা-উবার সহ একাধিক অ্যাপ ক্যাব সংস্থার প্রতিনিধিরা। 

ইডি আধিকারিকদের ঘিরে ধরে হামলা, ভাঙা হল গাড়ির কাঁচ, রাজ্য জুড়ে চরম নৈরাজ্য

Advertisment

আইএনটিটিইউসি, এআইটিইউসি শ্রমিক সংগঠনকেই ঠিক করে দিতে হবে কোন রুটের অটোকে অ্যাপ পরিষেবার আওতায় যাবে। প্রাথমিক ভাবে পাইলট প্রজেক্ট হিসাবে এই পরিষেবা চালু করা হচ্ছে। ভাড়ার বিষয়টি পরে ঠিক হবে। 

তবে নয়া এই পরিষেবা চালু করা হলেও কোন ভাবে নতুন অটোর পারমিট আপাতত দেওয়ার কোন সম্ভাবনা নেই বলেই খবর। ইতিমধ্যে চলা রুটের অটোগুলির একটা নির্দিষ্ট অংশকে এই অ্যাপ পরিষেবার সঙ্গে যুক্ত করা হবে। নিউ টাউনে এই পরিষেবা শুরু হলে তা যাত্রীদের সময় ও অর্থ দুটোই বাঁচবে। 

New Town