দক্ষিণ ২৪ পরগনার বজবজে জোড়া খুন। গলার নলি কাটা অবস্থায় দুই বন্ধুর দেহ উদ্ধার। শুক্রবার রাতে খাওয়াদায়ওরা পর বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে পড়েন দু'জনে। পরে তাঁদের মৃতদেহ উদ্ধার হয়। জোড়া খুনে নাম জড়িয়েছে স্থানীয় তৃণমূল নেতা অসীম বৈদ্যের। তদন্তে নেমে ৫ জনকে আটক করেছে পুলিশ।
Advertisment
শুক্রবার রাতে বজবজের ৭ নম্বর ওয়ার্ডে শীতলা সংঘ ক্লাবের কাছে এই জোড়া খুনের ঘটনা ঘটেছে। নিহতদের নাম মাধব পুরকাইত ও গণেশ নষ্কর। স্থানীয় তৃণমূল বুথ সভাপতি অসীম বৈদ্য-সহ ও তার অনুগামীদের বিরুদ্ধে জোড়া খুনের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে পলাতক ওই তৃণমূল নেতা। তবে খুনে জড়িত সন্দেহে ৫ জনকে আটক করেছে পুলিশ।
নিহত মাধব পুরকাইতের পরিবার সূত্রে জানা গিয়েছে, তৃণমূল নেতা অসীম বৈদ্যের সঙ্গে একটা সময় জমির কারবার করতেন মাধব। তবে পরে অসীমের সঙ্গে সেই কারবার থেকে সরে আসেন তিনি। তারপর থেকে অসীম-মাধবের শত্রুতা তৈরি হয়েছিল। সেই শত্রুতার জেরেই এই নৃশংস হত্যাকাণ্ড বলে দাবি পরিবারের।
শুক্রবার রাতে খাওয়াদাওয়ার পর বন্ধু গণেশের সঙ্গে বাড়ির বাইরে বেরিয়েছিলেন বজবজ ১ নং ব্লকের নিশ্চিন্তপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা মাধব পুরকায়স্থ। বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পরেও বাড়ি না ফেরায় মাধবের ভাই তাঁকে খুঁজতে বেরিয়েছিলেন। বাড়ি থেকে কিছুটা গিয়েই শীতলা সংঘ ক্লাবের কাছে দু'জনের গলার নলিকাটা অবস্থায় জোড়া দেহ দেখতে পান তিনি।
দ্রুত গোটা ঘটনা পরিবারের সদস্যদের জানান ওই যুবক। পরে পরিবারের তরফে বজবজ থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে। এই হত্যাকাণ্ডে নাম জড়িয়েছে তৃণমূল বুথ সভাপতি অসীম বৈদ্যের। ঘটনার পর থেকে পলাতক ওই তৃণমূল নেতা। তবে তদন্তে নেমে ৫ জনকে আটক করেছে পুলিশ।