Advertisment

চিরঘুমে 'এক টাকার ডাক্তার' পদ্মশ্রী সুশোভন বন্দ্যোপাধ্যায়

চলতি বছরে দেশের যে ১০২ জন কৃতীকে 'পদ্মশ্রী' সম্মান প্রদান করা হয়। তাঁদের মধ্যে অন্যতম বাংলার গর্ব ডাঃ সুশোভন বন্দ্যোপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
sushovan banerjee passed away

ডাঃ সুশোভন বন্দ্যোপাধ্যায়

প্রয়াত রাঙ্গামাটির রাজপুত্র তথা 'এক টাকার ডাক্তার' বলে খ্যাত পদ্মশ্রী সুশোভন বন্দোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। মঙ্গলবার সকাল সকাল ১১.২৫ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন জনদরদী এই চিকিৎসক। দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন তিনি, ভর্তি ছিলেন কলকাতায় হাসপাতালে।

Advertisment

একসময়ে বোলপুরের বিধায়ক ছিলেন ডাঃ সুশোভন বন্দোপাধ্যায়। মানুষের সেবাই ছিল তাঁর ব্রত। গরিব মানুষের উপকারে মাত্র এক টাকায় চিকিৎসা করতেন তিনি। ফলে বোলপুর তো বটেই, গোটা বাংলায় 'এক টাকার ডাক্তার' নামেই প্রসিদ্ধ ছিলেন সুশোভনবাবু। তাঁর মৃত্যুতে শোকের ছায়া।

চলতি বছরে দেশের যে ১০২ জন কৃতীকে 'পদ্মশ্রী' সম্মান প্রদান করা হয়। তাঁদের মধ্যে অন্যতম বাংলার গর্ব ডাঃ সুশোভন বন্দ্যোপাধ্যায়। জীবনভর মাত্র এক টাকায় রোগীদের চিকিৎসা করার কারণে তাঁকে পদ্ম সম্মানে ভূষিত করা হয়।

Birbhum West Bengal
Advertisment