Advertisment

শহরে দুই মহিলাকে অপহরণের ছক! ধৃত শাটল গাড়িচালক

শহরের দুই মহিলাকে অপহরণ করার চেষ্টার অভিযোগ উঠল শাটল গাড়িচালকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত গাড়িচালক কানাই দাসকে গ্রেফতার করেছে পুলিশ।

author-image
IE Bangla Web Desk
New Update
kolkata, কলকাতা

শহরের দুই মহিলাকে অপহরণ করার চেষ্টার অভিযোগে ধৃত শাটল গাড়িচালক। প্রতীকী ছবি।

রাতের শহরে শাটল গাড়ি কি নিরাপদ? এ প্রশ্নই এবার উঠল শহর কলকাতায়। শহরের দুই মহিলাকে অপহরণ করার চেষ্টার অভিযোগ উঠল শাটল গাড়িচালকের বিরুদ্ধে। যে ঘটনায় হুলস্থুল পড়ে গিয়েছে শহরে। শনিবার রাতে হরিদেবপুর থানা এলাকায় এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। ইতিমধ্যেই এ ঘটনায় অভিযুক্ত গাড়িচালক কানাই দাসকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisment

কী অভিযোগ? পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে শাটল গাড়িতে করে বাড়ি ফিরছিলেন দুই মহিলা। ওই গাড়িতে ছিলেন আরও দুই পুরুষ যাত্রী। ওই দুই মহিলার মধ্যে একজন চালকের পাশের আসনে বসেছিলেন। অন্য মহিলা যাত্রী গাড়ির মধ্যিখানের আসনে বসেছিলেন। কিছুক্ষণ পর নিজেদের গন্তব্যে নেমে যান ওই দুই পুরুষ যাত্রী। দুই পুরুষ যাত্রী গাড়ি থেকে নেমে যাওয়ার পরই এক মহিলা যাত্রীর সঙ্গে জনৈক চালক অভব্য আচরণ করেন বলে অভিযোগ উঠেছে। ওই যাত্রী চালকের পাশের আসনেই বসেছিলেন। এরপরই গাড়ি থেকে নামার সিদ্ধান্ত নেন ওই যাত্রী। কিন্তু গাড়ি থামানোর কথায় কোনও কর্ণপাত করেননি কানাই। বরং গাড়ির গতি বাড়ান চালক।

আরও পড়ুন, শহরের নাবালিকাকে অপহরণ, পাচারের চেষ্টা, মুম্বই থেকে ধৃত অভিযুক্ত

চালকের এহেন আচরণ দেখে ভয় পেয়ে চিৎকার করতে থাকেন দুই মহিলা যাত্রী। সাহায্য চেয়ে দুই যাত্রীর চিৎকার শুনে স্থানীয় কয়েকজন যুবক ওই গাড়ি ধাওয়া করেন। কয়েকজন এ ঘটনার খবর দেন পুলিশ কন্ট্রোল রুমে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এরপরই গাড়ির গতি কমিয়ে মহিলা যাত্রীদের নেমে যেতে বলেন কানাই।

সূত্র মারফৎ জানা গিয়েছে, পালানোর আগেই অভিযুক্ত চালককে পাকড়াও করে পুলিশ। প্রথমে কানাইকে আটক করে পুলিশ। পরে তাঁকে গ্রেফতার করা হয়। এ প্রসঙ্গে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ‘‘ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ এ(যৌন হেনস্থা), ৩৬৩(অপহরণ) ধারায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।’’

Read the full story in English

kolkata police kolkata news
Advertisment