Advertisment

Digha: এবার জমে যাবে দিঘা! পর্যটকদের জন্যই যুগান্তকারী তৎপরতা প্রশাসনের

Digha: গত বছরের বড়দিন থেকে সমুদ্রনগরী দিঘায় পর্যটকদের ভিড় বাড়তে শুরু করে। এরপর ইংরেজির নতুন বছর শুরুর আবহে সেই ভিড় আরও বেড়েছে। পর্যটকদের ভিড়ে ঠাসা সুন্দরী দিঘা।

IE Bangla Web Desk এবং Nilotpal Sil
New Update
This route will cost only 45 rupees to go from Howrah to Digha, মাত্র ৪৫ টাকাতেই হাওড়া থেকে দিঘায়

Digha: দিঘার অপরূপ সমুদ্র পাড়।

Digha: রাজ্যের অন্যতম পর্যটনকেন্দ্র দিঘা। সমুদ্রনগরী দিঘায় বছরভর পর্যটকদের কম-বেশি ভিড় লেগেই থাকে। নতুন বছর (New Year) শুরুর আবহে সমুদ্রনগরীতে সেই ভিড় আরও বেড়েছে। সেই সঙ্গে দিঘার (Digha) আনাচ-কানাচে বাড়ছে পিকনিক পার্টির ভিড়ও। এখানেই বাড়ছে সমস্যা। পিকনিক করতে আসা মানুষজন এবং আগত পর্যটকরা (Tourist) যত্রতত্র নোংরা-আবর্জনা ফেলে পরিবেশ দূষিত করছেন। তাঁদের সচেতন করার পাশাপাশি দিঘা বেড়াতে এলে পর্যটকরা যে কোনও সমস্যায় পড়লে কোন নম্বরে ফোন করলে মিলবে চটজলদি সমাধান, তাও জানানো হল দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের তরফে।

Advertisment

সমুদ্রনগরী দিঘার পরিবেশকে সুস্থ রাখতে পর্যটকদের সচেতন করার কাজ শুরু করে দিয়েছে দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদ (DSDA) । বড়দিন (25 December) থেকে পর্যটকদের ভিড় আরও বেড়েছে দিঘায়। ইংরেজির নতুন বছরর শুরুর এই আবহেই বহু পর্যটক এসেছেন দিঘায়। পিকনিক পার্টি এসে অনেকেই দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদের সাফাইকর্মী বা প্রতিনিধিদের সঙ্গে সহযোগিতা করছেন।

অর্থাৎ তাঁদের বলে দেওয়া জায়গাতেই পিকনিক করতে এসে নোংরা-আবর্জনা ফেলছেন পর্যটকেরা। কিন্তু অনেকে আবার স্থানীয় প্রশাসনের কোনও বিধি-নিষেধ মানছেন না। তাঁদের অবগতির জন্যই এবার দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে দিঘার পিকনিক পয়েন্টগুলিতে মাইকিং করে সচেতন করা হচ্ছে।

আরও পড়ুন- Kolkata Weather Today: হুড়মুড়িয়ে নামবে পারদ! জমাটি ঠান্ডায় কাঁপবে বাংলা, আবহাওয়ায় বিরাট এই বদল কবে থেকে?

দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের এক্সিকিউটিভ অফিসার সৈকত হাজরার আহ্বান, "দিঘায় আসা পর্যটকদের জানানো হচ্ছে যাঁরা বনভোজন বা পিকনিক করতে দলবদ্ধভাবে এসেছেন, তাঁরা বনভোজনের আনন্দ উপভোগ করার সঙ্গে পরিবেশেরও খেয়াল রাখুন। আপনাদের ব্যবহার করা থালা, বাটি, গ্লাস, কাগজের কাপ, মশলার প্যকেট ইত্যদি যেখানে সেখানে ফেলবেন না। আমাদের সহকর্মীরা যেখানে সেগুলো জমা করতে বলবেন সেখানেই সেই আবর্জনা জমা করুন। যাতে সেগুলো সুষ্ঠভাবে আমাদের সহকর্মীরা সংগ্রহ করে নিকটবর্তী ভ্যটে গিয়ে পরে ফেলে আসতে পারেন।"

আরও পড়ুন- Digha: দিঘা যাচ্ছেন? মন্ত্রমুগ্ধকর এপ্রান্তে যেতে ভুলবেন না, অসাধারণ এতল্লাট দিঘার নয়া আবিষ্কার

তিনি আরও বলেন, "সকলের সহযোগিতা আমাদের সহকর্মীদের দিঘা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে উদ্বুদ্ধ করবে। পিকনিকের আনন্দ উপভোগ করুন ও যে কোনও সমস্যায় পড়লে 7501295001 নম্বরে হোয়াটসঅ্যাপ করে মেসেজ ও ছবি পাঠান কিংবা ভিডিও পাঠাতে পারেন। হোয়াটসঅ্যাপে পাঠানো সমস্ত কিছু আমরা মনিটারিং করছি।"

Digha West Bengal Purba Medinipur Tourists in Digha
Advertisment