Advertisment

ফের চালু হচ্ছে 'দুয়ারে সরকার'-'পাড়ায় পাড়ায় সমাধান', দিন ঘোষণা নবান্নের?

বাড়বাড়ন্ত করোনার দাপটে বাংলার জেলায় জেলায় দুয়ারে সরকার শিবির স্থগিত করে দিয়েছিল রাজ্য সরকার।

author-image
IE Bangla Web Desk
New Update
duare sarkar camp will start from 5th may announces by mamata banerjee

ফের চালু হবে দুয়ারে সরকার শিবির।

বাড়বাড়ন্ত করোনার দাপটে বাংলার জেলায় জেলায় দুয়ারে সরকার শিবির স্থগিত করে দিয়েছিল রাজ্য সরকার। কিন্তু আপাতত রাজ্যের করোনা গ্রাফ স্বস্তির ইঙ্গিত দিচ্ছে। ফলে ফের দুয়ারে সরকার শিবির শুরুর দিন ঘোষণা করল নবান্ন।

Advertisment

১৫ ফেব্রুয়ারি থেকে ফের শুরু হবে দুয়ারে সরকার শিবির। একমাস ধরে চলবে এই কর্মসূচি। ১৫ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম পর্ব। এই পর্যায়ে আবেদন জমা নেওয়া হবে। ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে আবেদনগুলি খতিয়ে দেখার কাজ। এরপর ফের ১ মার্চ থেকে শুরু হবে দ্বিতীয় পর্ব। চলবে ৭ মার্চ পর্যন্ত। ৮ মার্চ থেকে ১ মার্চের মধ্যে পরিষেবা পাবেন আবেদনকারীরা।

এছাড়া পাড়ায় সমাধান-এর দিনক্ষণও ঘোষণা করেছে রাজ্য সরকার। ১-১৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে পাড়ায় সমাধান।

রাজ্যের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পের সুবিধা গ্রহণের জন্য ২০২২ সালে শুরু হয়েছিল দুয়ারে সরকার কর্মসূচি। এই কর্মসূচি রাজ্যবাসীর মধ্যে সাড়া ফেলেছে। শিবিরগুলিতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে।

Mamata Government West Bengal Duare Sarkar
Advertisment