Advertisment

নীল-সাদার বদলে গেরুয়া, বাতিল মমতার স্বপ্নের প্রকল্পের শিবির!

কী বলছেন বিডিও?

IE Bangla Web Desk এবং Rajit Das
New Update
Duare Sarkar camp canceled in Malda due to saffron colour , গেরুয়া রং হওয়ায় মালদহে বাতিল হয়ে গেল দুয়ারে সরকার ক্যাম্প

বাতিল ক্যাম্পের সামনে স্থানীয়দের ভিড়।

প্যান্ডেলের রঙের কারণেই কী বাতিল দুয়ারে সরকার ক্যাম্প? নিল সাদার পরিবর্তে ক্যাম্পের রং গেরুয়া এবং সাদা রঙের করা হয়েছে। সেই কারণেই বাতিল এই অভিযোগে সরব বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান। ঘটনাটি মালদার গাজলের আলাল গ্রাম পঞ্চায়েতের ময়না এলাকার। যদিও অভিযোগ মানতে নারাজ গাজোলের বিডিও অরুন কুমার সর্দার। কর্মী কম থাকায় দুয়ারে সরকার ক্যাম্প করা সম্ভব হয়নি বলে দাবি তাঁর। দু'দিনের মধ্যে ওই এলাকায় আবার ক্যাম্প করা হবে বলে জানিয়েছেন বিডিও। আর এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপান‌উতোর। দুয়ারে সরকার ক্যাম্প না হওয়ায় চরম ভোগান্তির শিকার এলাকার বাসিন্দারা।

Advertisment

রাজ্য জুড়ে শুরু হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প। জেলা প্রশাসনের নির্দেশ অনুযায়ী বুধবার মালদার গাজোল ব্লকের আলাল গ্রাম পঞ্চায়েতের ময়না এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প হওয়ার কথা ছিল। কিন্তু রাতে প্রধানকে ফোন করে জানিয়ে দেওয়া হয় এই ক্যাম্প বুধবার হচ্ছে না। যদিও কী কারনে ক্যাম্প স্থগিত রাখা হলো সেই বিষয়ে কিছুই জানানো হয়নি প্রধানকে।

আলাল গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান উমা মণ্ডল বলেন, 'কি রংয়ের প্যান্ডেল হবে তাকে আগাম জানানো হয়নি। গেরুয়া রঙের প্যান্ডেল করা হয়েছিল। নীল-সাদার পরিবর্তে গেরুয়া রং ব্যবহার করাতেই বাতিল করে দেওয়া হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প।'

ক্যাম্প বাতিল হয় চূড়ান্ত ভোগান্তির শিকার হয়েছেন স্থানীয় বাসিন্দারা। কাজকর্ম ছেড়ে কেউ লক্ষ্মীর ভান্ডার, আবার কেউ অন্য কোন সরকারি প্রকল্পের সুবিধে পেতে হাজির হয়েছিলেন দুয়ারে ক্যাম্পে। কিন্তু এসে জানতে পারেন দুয়ারে সরকার হচ্ছে না। আর এতে তীব্র ক্ষোভ ছড়ায় ক্যাম্পে আসা মানুষদের।

বিজেপি প্রধানের অভিযোগ অস্বীকার করেছেন গাজলের বিডিও অরুন কুমার সর্দার। তিনি বলেন, 'কর্মী কম রয়েছে তাই ক্যাম্প করা সম্ভব হচ্ছে না। রঙের কোন বিষয় নেই। আগামী দু'দিনের মধ্যে ওই এলাকায় আবার ক্যাম্প করা হবে।'

বিজেপির তোলা অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। তৃণমুলের জেলার সহ সভাপতি দুলাল সরকার বলেন, 'সরকারি অনুষ্ঠনে রাজনীতির কোনও রঙ থাকে না। বিজেপির তাদের গেরুয়া রঙ প্যান্ডেল করেছিল সরকারি অনুষ্ঠানের জন্য। বিজেপি কোন নিয়ম নীতি জানে না। সরকারিভাবে আবার দুয়ারে সরকার অনুষ্ঠান হবে।'

tmc bjp Malda Duare Sarkar Maldah
Advertisment