Advertisment

আরও কয়েকটি নতুন পরিষেবা মিলছে, আজ থেকে রাজ্যে চালু দুয়ারে সরকার

আজ থেকে ফের এক দফায় রাজ্যজুড়ে চালু দুয়ারে সরকার প্রকল্প।

author-image
IE Bangla Web Desk
New Update
duare sarkar scheme has been launched in the state from today

আজ থেকে চালু দুয়ারে সরকার।

আজ থেকে ফের এক দফায় রাজ্যজুড়ে চালু দুয়ারে সরকার প্রকল্প। এই পর্বে একাধিক নতুন পরিষেবা নিয়ে চালু রাজ্য সরকারের অত্যন্ত জনপ্রিয় এই উদ্যোগ। জানা গিয়েছে, রাজ্যজুড়ে ২ লক্ষ দুয়ারে সরকার-এর শিবিরের আয়োজন করা হয়েছে। সেপ্টেম্বর মাস জুড়ে দুই পর্বে চলবে এই শিবির। রাজ্যের একাধিক জনমুখী প্রকল্পের সুবিধা সাধারণ নাগরিকদের দুয়ারে পৌঁছে দিতেই এই উদ্যোগ রাজ্য সরকারের।

Advertisment

মাসব্যাপী এই দুয়ারে সরকার শিবির এবার দুই পর্বে চলবে। আজ অর্থাৎ ১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে প্রথম শিবির চলবে আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত। দ্বিতীয় পর্বে ফের আগামী ১৮ সেপ্টেম্বর থেকে শুরু করে শিবির চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। দুয়ারে সরকার-এর শিবির থেকে এবার আরও চারটি নতুন পরিষেবা পাওয়া যাবে। এতদিন জয় জওহর প্রকল্প ও তপশিলি বন্ধু প্রকল্পে তপশিলি জাতি ও উপজাতির ৫৯ ঊর্ধ্ব ব্যক্তিরাই আবেদনের জন্য বিবেচিত হতেন।

আরও পড়ুন- ঐতিহাসিক সিদ্ধান্ত! উপাচার্যহীন বিশ্ববিদ্যালয়গুলির দায়িত্বে এবার স্বয়ং রাজ্যপালই

অন্যদিকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা যাঁরা পাচ্ছিলেন তাঁদের ৬০ বছর হয়ে গেলে বার্ধক্যভাতা দেওয়া হতো। তবে এবার থেকে শর্তাবলী পূরণ করলে রাজ্যের সব প্রবীণরাই বার্ধক্যভাতার জন্য আবেদন করতে পারবেন। এরই পাশাপাশি দুয়ারে সরকার শিবির-এর থেকে পরিযায়ী শ্রমিকরাও নিজেদের নাম-ঠিকানা নথিভুক্ত করার সুযোগ পাবেন। অন্যদিকে, রাজ্যের ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্প দফতরের পোর্টালে নাম নথিভুক্তকরণের সুযোগও মিলবে। হস্তশিল্পের সঙ্গে যুক্তরাও দুয়ারে সরকার-এর শিবিরে নাম নথিভুক্ত করতে পারবেন।

আরও পড়ুন- জোড়া ঘূর্ণাবর্তের জের, দক্ষিণবঙ্গের আবহাওয়ায় তুফানি বদল! প্রবল বৃষ্টির পূর্বাভাস

রাজ্যুজুড়ে এবার ২ লক্ষ দুয়ারে সরকার শিবিরের আয়োজন করা হচ্ছে। ফি বারের মতো এই শিবিরগুলিতে এবারও রাজ্য সরকারের যাবতীয় জনমুখী প্রকল্পের সুবিধা পেতে নাম নথিভুক্ত করা যাবে। এছাড়াও কন্যাশ্রী, স্বাস্থ্যসাথি, যুবশ্রী, খাদ্যসাথি-সহ রাজ্যের সব প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য ও নাম নথিভুক্তকরণের সুযোগ মিলবে এই শিবির থেকে।

Mamata Banerjee West Bengal Duare Sarkar West Bengal Government
Advertisment