/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/08/Hilsa_a5e2df.jpg)
Hilsa: ইলিশ মাছ।
Ilish: গত কয়েকদিন ধরেই লাগাতার বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে। টানা বৃষ্টির (Rain) জেরে সমুদ্র উত্তাল। পরিস্থিতি বিবেচনা করেই ফের একবার সমুদ্রে মাছ ধরার ক্ষেত্রে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। তারই জেরে ভরা ইলিশের (Ilish) মরশুমে মাথায় হাত মৎস্যজীবীদের (Fishermen)। আগামিকাল পর্যন্ত সমুদ্রে মাছ ধরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।
এই পর্বে বৃষ্টি শুরুর সঙ্গে সঙ্গেই নতুন করে আশায় বুক বাঁধতে শুরু করেছিলেন আম বাঙালি। জোগান বাড়লেই বাজারে ইলিশের দাম অনেকটাই নাগালে চলে আসবে বলে ভেবেছিলেন তাঁরা। ইলিশের ভরা মরশুম চলছে। গত কয়েকদিনে বাজারে মাছও উঠেছে ভালোই। তবে ফের একবার জোর ধাক্কা!
নতুন করে আবারও সমুদ্র উত্তাল হতে শুরু করেছে। আর তাই আবারও সমুদ্রে মাছ ধরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গভীর সমুদ্র থেকে পূর্ব মেদিনীপুরের উপকূলের ঘাটগুলিতে ফিরেছেন মৎস্যজীবীরা। আপাতত ২৪ ঘণ্টা সমুদ্রে যাওয়া যাবে না। আর তাই বেজায় মন খারাপ তাঁদের। আপাতত তাই দ্রুত আবহাওয়ার উন্নতির প্রার্থনা করছেন তাঁরা। আবহাওয়ার উন্নতি হয়ে নিষেধাজ্ঞা উঠে গেলেই নয়া উদ্যমে সমুদ্রে ইলিশ ধরতে যাবেন তাঁরা।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/06/Hilsa.jpg)
এবছর এখনও পর্যন্ত ইলিশের (Hilsa) দাম আম আদমির নাগালে আসেনি। এখনও ১ কিলো বা তার আশেপাশের ওজনের মাছ কেজি প্রতি ১২০০-১৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ৬০০-৭০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৭০০-৮০০ টাকা কেজি দরে। মাছ বিক্রেতারা জানিয়েছেন, জোগান বাড়লেই দাম কমবে। তবে এবার সেই জোগানের পথেই বড় বাধা হয়ে দাঁড়িয়েছে প্রকৃতি।
আরও পড়ুন- Hawker Eviction: ফুটপাতে TMC কার্যালয় দেখেও দেখল না পুরসভা, বুলডোজারে গুঁড়িয়ে গেল সারি-সারি দোকান