Advertisment

স্বাধীনতার উদযাপনে টানা ৩ দিন ছুটি, থিকথিকে ভিড় দিঘায়, কিন্তু হতাশ পর্যটকরা

আবহাওয়া অফিসের পূর্বাভাস আগামী ২৪ ঘন্টার বেশি সময় বৃষ্টিধারা বজায় থাকবে। লাগাতার ভারী বর্ষণে সমুদ্রের গর্জন বেড়ে গিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
due to bad weather in digha tourists are not able to go into sea

পাড়ে দাঁড়িয়েই সমুদ্র দেখছেন পর্যটকরা। ছবি- কৌশিক মাইতি

সোমবার দেশের ৭৫তম স্বাধীনতা দিবস। ছুটির মেজাজ, একটানা তিনদিন। উপচে পড়া ভিড় সৈকতনগরী দিঘায়। পাল্লা দিচ্ছে গত কয়েকদিনের বৃষ্টিস্নাত আবহাওয়াও। আবহাওয়া অফিসের পূর্বাভাস
আগামী ২৪ ঘন্টার বেশি সময় এই ধারা বজায় থাকবে। লাগাতার ভারী বর্ষণে সমুদ্রের গর্জন বেড়ে গিয়েছে। ফলে দিঘায় বর্ষার রূপ-সৌন্দর্য উপভোগ করতে যাওয়া পর্যটকদের হতাশ হতে হচ্ছে। সতর্কতা বজায়ে প্রশাসনের তরফে সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Advertisment

দিঘা সংলগ্ন সব হোটেল, লজ কার্যত হাউসফুল। থিকথিক করছে 'বাংলার গোয়া' দিঘা। উৎসাহী পর্যটকরা সমুদ্রে নামতে মুখিয়ে রয়েছে। কিন্তু, বিধি বাম। ঝুঁকি নিতে নারাজ প্রশাসন। অঝোরে বিষ্টি হয়ে চলায় সমুদ্র পাড়ে দাঁড়িয়ে কোনওরকমে সমুদ্র উপভোগ করছেন তাঁরা।

পর্যটক পরিপূর্ণ দিঘায় বৃষ্টিতে উৎসাহীদের সামাল দিতে এক প্রকার নাজেহাল হচ্ছে পুলিশ প্রশাসন। দফায় দফায় পুলিশ প্রশাসনের তরফ থেকে চলছে নজরদারি। মাইকিং প্রচারের পাশাপাশি নুলিয়া বাহিনী দিয়ে পর্যটকদের সতর্ক করা হচ্ছে।

দিঘার সঙ্গেই ভিড় মন্দারমনি, শঙ্করপুরেও। স্বাধীনতা দিবস-সহ বাড়তি ভিড়ের কথা মাথায় রেখে পর্যটকদের সার্বিক নিরাপত্তায় জোর দিয়েছে প্রশাসন। সৈকত ছাড়াও বিভিন্ন দর্শনীয় স্থানগুলিতে পর্যটকের সুরক্ষায় বাড়তি পুলিশি নজরদারির ব্যবস্থা করেছে দিঘা থানা।

Digha West Bengal Digha Tourism Independence Day 2022
Advertisment