Advertisment

Massive Rain in Sikkim: প্রকৃতির রোষে সিকিম, আবহাওয়া খারাপ থাকায় হল না এয়ারলিফট, পাহাড়েই আটকে পর্যটকরা

Sikkim Flood: উত্তর সিকিম বরাবরই ভ্রমণপ্রিয় পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু। এবারেও উত্তর সিকিমের বহু পর্যটক বেড়াতে গিয়েছিলেন। কিন্তু আচমকা সিকিম পাহাড়ে অবিরাম বৃষ্টির জেরে পাহাড়ি পথে ধস নেমেছে। জল বেড়েছে নদীতে। রাস্তায় রাস্তায় ধ্বস নেমে ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
due to bad weather rescue operation in sikkim hold up

এভাবেই ধ্বস নেমেছে সিকিমের পাহাড়ি পথে।

Sikkim Disaster: ফের প্রকৃতির রোষে সিকিম। সিকিমের পাহাড়ে একটানা বৃষ্টির জেরে দিকে একাধিক রাস্তায় ধ্বস নেমেছে। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে সিকিমে বেড়াতে গিয়ে বিভিন্ন দিকে আটকে পড়েছেন বহু পর্যটক। একাধিক রাস্তা বন্ধ থাকার জেরে রবিবার এয়ারলিফট করে তাদের নামানোর পরিকল্পনা নেওয়া হয়েছিল। সিকিমের বিভিন্ন পাহাড়ি এলাকায় এখনও আটকে কাতারে কাতারে পর্যটক। আজ তাঁদের উদ্ধারের কথা থাকলেও খারাপ আবহাওয়ার কারণে তা বাতিল করতে হয়েছে।

Advertisment

উত্তর সিকিম বরাবরই ভ্রমণপ্রিয় পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু। এবারেও উত্তর সিকিমের বহু পর্যটক বেড়াতে গিয়েছিলেন। কিন্তু আচমকা সিকিম পাহাড়ে অবিরাম বৃষ্টির জেরে পাহাড়ি পথে ধস নেমেছে। জল বেড়েছে নদীতে।

রাস্তায় রাস্তায় ধ্বস নেমে ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে। রবিবার সকাল থেকে সিকিমের পাহাড়ে বৃষ্টি চলছে। এই পরিস্থিতিতে পর্যটকদের উদ্ধার করা কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন- Bengal Weather Update: আর কয়েক ঘণ্টাতেই দক্ষিণবঙ্গের আবহাওয়ায় কাঁপানো বদল! ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলায়?

প্রশাসন সূত্রে খবর মিলেছে, সোমবার আবহাওয়া ভালো থাকলে উত্তর সিকিমে হেলিকপ্টারের মাধ্যমে আটকে থাকা পর্যটকদের উদ্ধারের চেষ্টা চলবে। জানা গিয়েছে, সোমবার উত্তর সিকিমের টুং থেকে পাঁচ কিলোমিটারের বেশি রাস্তা পায়ে হেঁটে পেরোতে হবে আটকে পড়া পর্যটকদের। টুং থেকে সিকিমের মাঙ্গন পর্যন্ত ধস কবলিত এলাকা ধীরে ধীরে পেরিয়ে পর্যটক যেতে পারবেন গ্যাংটকে উদ্দেশে।

আরও পড়ুন- Suvendu Adhikari-BJP: শুভেন্দুর হল কী? দিলীপরা কথা সারলেও কোর কমিটির বৈঠকে গেলেনই না বিরোধী দলনেতা

Tourist Flood Situation sikkim
Advertisment