Bengal Weather Update: দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছিল তা শক্তি বাড়িয়ে আরও গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। সেই নিম্নচাপ ঘণ্টায় ১৩ কিমি বেগে বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গভীর নিম্নচাপটি দিঘা থেকে ৪৬০ কিলোমিটার দূরে অবস্থান করছে। গভীর সেই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। সেটা হলে তুমুল বৃষ্টিতে ভাসতে পারে একাধিক জেলা।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ সন্ধের পর কলকাতা-সহ একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের জেরে বৃহস্পতি এবং শুক্রবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে কিছু কিছু জায়গায়। উপকূলের জেলাগুলি ছাড়াও ওড়িশা লাগোয়া জেলাগুলিতে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই পর্বে শনিবার পর্যন্ত বৃষ্টি চলবে রাজ্যে। আজ সকালের দিকে ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে কিছু কিছু জায়গায়। তবে আজ থেকেই বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, আজ বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনার দু-একটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় বৃষ্টির সম্ভাবনা প্রবল। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- পার্থ-বালুরা জেলে, কষ্ট হয়? নাকি রাগে তেতে ওঠেন? সোজাসাপ্টা উত্তর শোভনদেবের
এদিকে, আবহাওয়ায় এই বিরাট বদলের জেরে মৎস্যজীবীদেরও সতর্ক করে দেওয়া হয়েছে। আজ অর্থাৎ, ১৬ নভেম্বর থেকে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত মৎস্যজীবীদের নদী বা সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
আরও পড়ুন- ভাল নেই বালু! তাহলে কোর্টে হাজিরা কীভাবে?