ফের এক দফায় ট্রেন বাতিল। হাওড়া-বর্ধমান কর্ড ও মেইন লাইনে একাধিক লোকাল ট্রেন বাতিল থাকবে আগামী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত। যার জেরে যাত্রী দুর্ভোগ চরমে ওঠার প্রবল আশঙ্কা তৈরি হয়েছে। ইতিমধ্যেই যার প্রভাব টের পাওয়া যাচ্ছে। শুধু এই শাখাই নয়, অন্য রুটেও বেশ কিছু লোকাল ট্রেন ও এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে বলে রেল সূত্রে জানা গিয়েছে।
রেল সূত্রে জানা গিয়েছে, পুরনো রেলব্রিজ ভাঙা ছাড়াও বর্ধমান স্টেশন সংস্কারের কাজ চলার জেরে ট্রাফিক ও পাওয়াল ব্লক নেওয়া হয়েছে। এই কাজ চলার জেরেই আগামী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত একাধিক রুটে লোকাল, এক্সপ্রেস ট্রেন পর্যন্ত বাতিল করা হয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত হাওড়া-বর্ধমান কর্ড ও মেইন লাইনে পাঁচ জোড়া করে লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এরই পাশাপাশি আগামী ৩১ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত আসানসোল ও রামপুরহাট শাখার বেশ কিছু ট্রেনও বাতিল করা হয়েছে।
আরও পড়ুন- জুন মালিয়ার বিরুদ্ধে ‘মারাত্মক’ অভিযোগ! এখনই ‘ব্যবস্থা’র দাবি তৃণমূলেরই নেতার
রেল সূত্রে জানা গিয়েছে, পুরনো রেলব্রিজ ভাঙা ছাড়াও বর্ধমান স্টেশন সংস্কারের কাজের জেরে আগামী ৩১ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত হাওড়া-সিউড়ি হুল এক্সপ্রেস বাতিল করা হয়েছে। ২৯ জানুয়ারি অর্থাত আজ রবিবার থেকে আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকছে হাওড়া-মোকামা এক্সপ্রেস।
এছাড়াও আগামী ৩১ জানুয়ারি থেতে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত হাওড়া-বোলপুর শান্তিনিকেতন এক্সপ্রেস এবং হাওড়া-রামপুরহাট শহিদ এক্সপ্রেস ও হাওড়া-জামালপুর কবিগুরু এক্সপ্রেস বাতিল থাকছে। এছাড়াও শিয়ালদহ-রামপুরহাট মা তারা এক্সপ্রেসও আগামী ৩১ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকছে।
আরও পড়ুন- ঢাকার বাতাসে ‘বিষ’, মাত্রাছাড়া দূষণে কমছে আয়ু, ভয়ঙ্কর পরিস্থিতির আশঙ্কা
ট্রেন বাতিলের পাশাপাশি একাধিক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। এছাড়াও বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ ঘুরিয়েও দেওয়া হয়েছে। টানা পরপর কয়েকদিন ট্রেন বাতিলের জেরে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।