আজ দিনভর বন্ধ লোকাল ট্রেন, চরমে উঠতে পারে যাত্রী-দুর্ভোগ

রেলের কাজের জেরে আজ দিনভর বন্ধ লোকাল ট্রেন চলাচল।

many local trains cancelled in sealdah division from tonight to next day sunday morning, আজ রাত থেকে রবিবার সকাল পর্যন্ত শিয়ালদহ ডিভিশনে একগুচ্ছ ট্রেন বাতিল, জানুন কোনগুলো
লোকাল ট্রেন। প্রতীকী ছবি।

রেলের কাজের জেরে আজ দিনভর বন্ধ লোকাল ট্রেন চলাচল। বেলা যত গড়াবে ততই চরমে উঠতে পারে যাত্রী দুর্ভোগ। সকাল থেকেই যার ভালোমতো আঁচ মিলতে শুরু করেছে। হাওড়া-বর্ধমান কর্ড লাইনের বেলানগর স্টেশনে শনিবার রাত ১২টার পর থেকেই বন্ধ রাখা হয়েছে ট্রেন চলাচল। বেলানগর স্টেশনে ইন্টারলকিং সিস্টেমের কাজের জন্যই সব লোকাল ট্রেন চলাচল বন্ধ রাখা হচ্ছে।

দিন কয়েক আগেই শিয়ালদহ মেইন লাইনেও কাজ করেছিল রেল। তার জেরে টানা কয়েকদিন চরম যাত্রী দুর্ভোগের পরিস্থিত তৈরি হয়েছিল। ঘণ্টার পর ঘণ্টা ট্রেনেই থাকতে হয়েছিল নিত্যযাত্রীদের। ৪৫ মিনিটের পথ যেতে কখনও ৩ ঘণ্টা কখনও ৪ ঘণ্টা পর্যন্ত সময় লেগে গিয়েছিল। দুর্ভোগের সেই একই স্মৃতি ফিরল। যদিও আজ রবিবারই দিনভর হাওড়া কর্ড লাইনে লোকাল ট্রেন চলাচল সম্পূর্ণ ভাবে বন্ধ রাখা হচ্ছে।

বেলানগর স্টেশনে ইন্টারলকিংয়ের কাজ চলার জেরে আজ দিনভর হাওড়া-বর্ধমান কর্ড লাইনে লোকাল ট্রেনের চলাচল বন্ধ। শনিবার রাত ১২টা থেকে বন্ধ রাখা হয়েছে ট্রেন চলাচল। পূর্ব রেলের তরফে প্রেস বিবৃতি দিয়ে ট্রেন বন্ধ থাকার কথা জানানো হয়েছে। হাওড়া-বর্ধমান কর্ড লাইনের বেলানগর স্টেশনে ১১ ঘণ্টা ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে। লোকাল ট্রেন চলাচল বন্ধ রাখা হলেও যাত্রী যন্ত্রণায় খানিকটা উপশম দিতে ডানকুনি-বর্ধমান এবং বর্ধমান-ডানকুনি রুটে কয়েকটি স্পেশাল ট্রেন চালানো হচ্ছে।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Due to interlocking work local train service remain shut off howrah burdwan cord line

Next Story
‘মন্দিরের পুরোহিত চোর হলে দেবতা অপবিত্র হয় না’, মমতার ঢাল এবার শোভনদেব
Exit mobile version