কলকাতা হাইকোর্টে ইন্টারনেট বিভ্রাটের জেরে পিছোল এসএসসি গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলার শুনানি। আগামী সোমবার পর্যন্ত পিছিয়ে গেল মামলার শুনানি। আজ হাইকোর্টের ডিভিশন বেঞ্চে SSC-র গ্রুপ ডি কর্মী নিয়োগ-দুর্নীতি মামলার শুনানি ছিল।
এসএসসি গ্রুপ ‘ডি’ কর্মী নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়ের উপর তিন সপ্তাহের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছিল ডিভিশন বেঞ্চ। আজ থেকে সেই মামলার পূর্ণাঙ্গ শুনানি শুরুর কথা ছিল। একইসঙ্গে SSC-র গ্রুপ ডি কর্মী নিয়োগে অস্বচ্ছতায় ৫৪২ জনের হদিশ মেলে।
এঁদের নিয়োগেও অস্বচ্ছতার প্রমাণ মিলেছে। উচ্চ আদালত এই ৫৪২ জনের বেতন বন্ধের নির্দেশ দেয়। তাঁদের একাংশও হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন। আজ থেকে সেই মামলারও শুনানি শুরুর কথা ছিল।
ইন্টারনেট বিভ্রাটের জেরে বিপত্তি কলকাতা হাইকোর্টে। পিছোল SSC মামলার শুনানি। জানা গিয়েছে, আগামী সোমবার পর্যন্ত এই মামলার শুনানি পিছিয়ে গিয়েছে। অনলাইনে শুনানিতে সমস্যার জেরেই পিছিয়েছে শুনানি-পর্ব।
আরও পড়ুন- নন্দীগ্রাম ভোট মামলার শুনানি: শুভেন্দুর আবেদনে সাড়া দেবে সুপ্রিম কোর্ট?
উল্লেখ্য, SSC গ্রুপ ‘ডি’ কর্মী নিয়োগ নিয়ে মামলার অনুসন্ধানের ভার সিবিআই-কে দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ। বিচারপতির নির্দেশ ছিল, অনুসন্ধান কমিটিতে রাখতে হবে ডিআইজি পদমর্যাদার আধিকারিক, যুগ্ম অধিকর্তা পদমর্যাদার আধিকারিকদের। অনুসন্ধান দল ২১ ডিসেম্বরের মধ্যে মুখ বন্ধ খামে আদালতকে রিপোর্ট জমা করবে। তারপরই হবে তদন্তের নির্দেশ বিবেচনা।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন