শুক্রবার ভোরে পূর্ব রেলের শিয়ালদহ বনগাঁ শাখায় এক ঘন্টারও বেশি সময়ে ট্রেন চলাচল ব্যহত হয়। যান্ত্রিক ত্রুটির কারণে আপ লাইনে বনগাঁ ও দত্তপুকুর স্টেশনের মাঝে দাঁড়িয়ে পড়ে ট্রেন। ভোর ৪.৩৫ নাগাদ ঘটে এই ঘটনা। এর জেরে ওই শাখায় লোকাল ট্রেনগুলি দেরিতে চলে ও তিনটি ইএমইউ ট্রেন বাতিল করা হয় বলে জানানো হয়েছে পূর্ব রেলের তরফে।
আরও পড়ুন: তৃণমূল বিধায়ককে জঙ্গি হুমকি: দশ লক্ষ টাকা দাও, না হলে খুন করে দেব!
রেলের তারে ত্রুটি ধরা পড়ে। যা কিছুক্ষণের মধ্যেই মেরামতি করা হয় বলে দাবি পূর্ব রেলের। সকাল ৫.৪৫ নাগাদ ফের ওই শাখায় ট্রেন চলতে শুরু করে। ট্রেন বিপর্যয়ের জেরে নাকাল হতে হয় নিত্য যাত্রীদের।
আরও পড়ুন: West Bengal Weather Today: হেমন্তের আমেজ নিয়ে দিন শুরু মহানগরের
পূর্ব রেলের তরফে জানা গিয়েছে, এদিনের বিপর্যয়ের জন্য তিনটি বনগাঁ শিয়ালদহ লোকাল ট্রেন বাতিল করা হয়। ১০টি এএমইউ ট্রেন দেরিতে চলাচল করছে। যাত্রী দুর্ভোগ কমাতে ওই শাখায় দুটি স্পেশাল প্যাসেঞ্জার ট্রেন চালানো হয়।