Advertisment

Admission to Class XI: স্কুলের একাদশ শ্রেণিতে ভর্তি বন্ধ! কারণ জানলে চমকে যাবেন

Birbhum: সিদ্ধান্ত মাধ্যমিকের ফলাফল বেরনোর পরই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে পরিচালন সমিতি।

IE Bangla Web Desk এবং Rajit Das
New Update
due to the cancellation of teachers jobs by calcutta high court order admission to class eleven of school in Birbhum's murarai is closed,

বীরভূমের মুরাইতে জাজিগ্রাম সর্বদয় আশ্রম হাইস্কুল।

No Admission In Class XI: হাইকোর্টের ধাক্কায় প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। এই পরিস্থতিতে একাদশ শ্রেণিতে পড়ুয়া ভর্তি বন্ধ করল স্কুল কর্তৃপক্ষ! বীরভূমের মুরারই ২ নম্বর ব্লকের জাজিগ্রাম সর্বদয় আশ্রম হাইস্কুলের ঘটনা।

Advertisment

জাজিগ্রাম সর্বদয় আশ্রম হাইস্কুলে শিক্ষক সংখ্যা ছিল ১০ জন। দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রী সংখ্যা প্রায় আড়াই হাজার। ২০১৬ সালে ৩ জন শিক্ষক যোগদান করেন। কিন্তু হাইকোর্টের রায়ে সেই তিনজন শিক্ষকই চাকরি হারিয়েছেন। ফলে একাদশ শ্রেণীতে বর্তমানে কোনও শিক্ষক নেই।

এই অবস্থায় ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবে একাদশ শ্রেণিতে ভর্তি বন্ধের সিদ্ধান্ত নেয় ওই স্কুলের পরিচালন সমিতি। সেই সিদ্ধান্ত মাধ্যমিকের ফলাফল বেরনোর পরই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে পরিচালন সমিতি।

প্রধান শিক্ষক দিব্যেন্দু রেজা বলেন, 'এমনীতেই স্কুলের ছাত্রছাত্রীর থেকে শিক্ষক শিক্ষিকার সংখ্যা কম। ফলে নতুন করে চাপ বাড়লে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট হতে পারে। সেই কারণেই ভর্তি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

আরও পড়ুন- Abhishek Banerjee On Sandeshkhali Viral Video: নারদ কায়দায় এবার ভিডিও দেখিয়ে বিজেপিকে নিশানা অভিষেকের, সন্দেশখালির ভাইরাল ভিডিও প্রসঙ্গে বললেন

জাজিগ্রাম সর্বদয় আশ্রম হাইস্কুলের পরিচালর সমিতির সভাপতি মেহেন্দু শেখর দাস বলেন, 'এলাকার মানুষ দরিদ্রসীমার নিচে বসবাস করেন। ভর্তি বন্ধ হওয়ায় কিছুটা সমস্যা হবে ঠিকই। কিন্তু আমাদের কিছু করার নেই।'

অভিভাবক সমীর লাহা বলেন, 'কাছাকাছি স্কুল বলতে মিত্রপুর, পাইকর কিংবা নন্দীগ্রাম। ওই সমস্ত স্কুলের দূরত্ব ৫-৭ ঘণ্টা। গ্রামের ছেলেমেয়েদের ওই সব স্কুলে যেতে সময় যেমন লাগবে তেমনি অর্থ ব্যয় হবে। সেই অর্থ ব্যয় করার মতো সামর্থ্য অনেকের নেই। ফলে ছেলেমেয়েদের মাঝ পথে পড়াশোনায় ইতি টানতে হবে। আমরা চাই সরকার এর বিহিত করুক।'

Birbhum West Bengal Madhyamik Result 2024
Advertisment