Advertisment

পুজোর আনন্দ মাটি! পঞ্চমী-দশমী বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ১৯ অক্টোবর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। ওই নিম্নচাপের অভিমুখ হবে ওড়িশা ও অন্ধ্র উপকূলের দিকে।

author-image
IE Bangla Web Desk
New Update
weather, ঝড়-বৃষ্টির পূর্বাভাস

ছবি: শশী ঘোষ।

করোনার থাবায় এবার এমনিতেই পুজোর আনন্দ ফিকে। তারমধ্য়ে শারদ আনন্দে জল ঢালতে আসরে নামবে বৃষ্টি। পঞ্চমী থেকে দশমী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েকদিন বাদেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ। যার প্রভাবে পুজোর দিনগুলিতে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

Advertisment

ঠিক কী জানিয়েছে হাওয়া অফিস?

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ১৯ অক্টোবর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। ওই নিম্নচাপের অভিমুখ হবে ওড়িশা ও অন্ধ্র উপকূলের দিকে। নিম্নচাপের প্রভাবেই বৃষ্টি হবে বাংলায়।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্য়োপাধ্য়ায় জানিয়েছেন, ‘‘১৬ অক্টোবর থেকে ২০ অক্টোবর কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। ২১ তারিখ থেকে ২৬ তারিখের মধ্য়ে বৃষ্টির পরিমাণ বাড়বে। বিশেষত, ২২, ২৩, ২৪ অক্টোবর বৃষ্টির সম্ভাবনা বেশি''। অর্থাৎ, ষষ্ঠী, সপ্তমী ও দশমীতে বৃষ্টির পরিমাণ বাড়বে।

আরও পড়ুন: ‘ঘরে বসে আবার দুর্গা পুজো হয় নাকি?’ উৎসব বন্ধের বিরুদ্ধে মমতা

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৬ থেকে ২০ অক্টোবর উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে নিম্নচাপের জন্য়ই এ বছর বর্ষার বিদায় বিলম্বিত হচ্ছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

rain weather
Advertisment