সোমবার থেকে দেবীপক্ষের সূচনা হল, আর সেইদিনই আশঙ্কার কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর। পুজোয় এবার ভারী বর্ষণের অশনি সঙ্কেত। সপ্তমী থেকে দশমী ভাসাবে বৃষ্টি। এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর জানিয়েছে, ১ অক্টোবর মহাষষ্ঠীর দিনই বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। বোধনেই ঘূর্ণাবর্ত তৈরি হবে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণাবর্তের জেরে ২ অক্টোবর অর্থাৎ গান্ধিজয়ন্তী এবং মহাসপ্তমীর দিন থেকে কলকাতা ও উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। বিজয়া দশমী পর্যন্ত আবহাওয়ার রুদ্ররূপ থাকবে। বৃষ্টি থামার সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। চলতি সপ্তাহের শুরু থেকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে।
আজ মঙ্গলবার উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবার নবমী-দশমীতে ফের বৃষ্টির পরিমাণ বাড়বে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পুজোর মধ্যে যাঁরা পাহাড়ে বেড়াতে যাওয়ার প্ল্যান করছেন তাঁদের আশায় বাদ সাধতে পারে বৃষ্টি।
আরও পড়ুন নবরাত্রির দ্বিতীয় দিনে পূজিতা হন দেবী ব্রহ্মচারিণী, তাঁর আরাধনায় কী পান ভক্তরা ?
আবহাওয়া দফতরের পূর্বাভাস, ১ অক্টোবর পূর্ব, মধ্য এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। এর ফলে ২ অক্টোবর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। মহাষষ্ঠী পর্যন্ত হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে মহাসপ্তমী, মহাষ্টমী এবং মহানবমীতে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। বিকেলের দিকে হাল্কা বৃষ্টি হতে পারে।