/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/10/durga-puja-weather.jpg)
বাংলার আকাশে বাতাসে উৎসবের আমেজ।
উৎসবের ঢাকে কাঠি। আজ থেকেই শুরু দুর্গা মণ্ডপের উদ্বোধন। আনন্দের পাঁচদিন কেমন থাকবে আবহাওয়া? মৌসম ভবনের রিপোর্টে স্বস্তি, নাকি অস্বস্তি?
মৌসম ভবন যে রিপোর্ট অনুসারে পুজোর পাঁচদিন আবহাওয়া নিয়ে আশঙ্কার কোনও কারণ নেই। শুধু পুজোর সময়ই নয়, কোজাগরী লক্ষ্মী পুজোতেও নাকি খামখেয়ালি হবেন না বরুণদেব। মৌসম ভবনের পূর্বাভাস, আগামী ১০-১২ দিন বাংলায় কোনও দুর্যোগের শঙ্কা নেই। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ- সর্বত্র থাকবে থাকবে রোদ ঝলমলে আকাশ।
এখানেই শেষ নয়, মৌসম ভবন জানিয়েছে পুজোর সময় প্যাচ প্যাচে গরম কমবে। স্বাভাবিক থাকবে সর্বোচ্চ তাপমাত্রা।
এখনও শান্ত বঙ্গোপসাগর। নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা নেই। উল্টে উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা শুকনো বায়ু প্রবেশের উপক্রম হয়েছে। উত্তর ভারত থেকে হাওয়া ঢুকবে, ফলে বঙ্গোপসাগর থেকে হাওয়া প্রবেশের পরিমাণও কমবে। ফলে বৃষ্টি যেমন হবে না তেমনই ভ্যাপসা গরমও কমবে।
পুজো মানেই সকাল থেকে রাত- পাঁচটা দিন চুটিয়ে আনন্দের সময়। ৮ থেকে ৮০ সব ভুলে মাতোয়ারা থাকে। তাই পুজোর আকাশে কালো মেঘের আনাগোনা ভাবিয়ে তোলে উৎসবমুখর বাঙালিকে। তবে মৌসম ভবনমের পূর্বাভাসে সেই চিন্তার ইতি।