Durga Puja 2025 In Kolkata:'নারী শক্তির রূপান্তরের' এযেন এক অনবদ্য কাহিনী! থিম ভাবনা থেকে প্রতিমা সজ্জা, উত্তর কলকাতার পুজোর বড় চমক

Durga Puja 2025 In Kolkata: দুর্গাপুজোর থিম ভাবনায় ফুটে উঠল 'নারী শক্তির রূপান্তরের' এক অনবদ্য কাহিনী। পুজোর এই থিম ভাবনা দর্শনার্থীদের মুগ্ধ করবেই বলে মত পুজো উদ্যোক্তাদের।

Durga Puja 2025 In Kolkata: দুর্গাপুজোর থিম ভাবনায় ফুটে উঠল 'নারী শক্তির রূপান্তরের' এক অনবদ্য কাহিনী। পুজোর এই থিম ভাবনা দর্শনার্থীদের মুগ্ধ করবেই বলে মত পুজো উদ্যোক্তাদের।

author-image
IE Bangla Web Desk
New Update
cats

'নারী শক্তির রূপান্তরের' এযেন এক অনবদ্য কাহিনী!

Durga Puja 2025 In Kolkata: দুর্গাপুজোর থিম ভাবনায় ফুটে উঠল 'নারী শক্তির রূপান্তরের' এক অনবদ্য কাহিনী। পুজোর এই থিম ভাবনা দর্শনার্থীদের মুগ্ধ করবেই বলে মত পুজো উদ্যোক্তাদের। আজকাল নারীরা দশভূজা। সমাজে কঠোর নিয়মের বেড়াজাল ভেদ করে নারীরা আজ স্বয়ংসম্পূর্না। পুরুষতান্ত্রিক সমাজের পরম্পরাকে ভেঙে নারী শক্তির এই 'রূপান্তরের' কাহিনী এবারের থিম ভাবনায় ফুটিয়ে তুলছে উত্তর কলকাতায় জনপ্রিয় পুজো নলিন সরকার স্ট্রিটের পুজো। 

Advertisment

'সংসার সুখী হন রমনীর গুণে'। এই প্রবাদবাক্য আজ যেন অতীত। নারীরা এখন আর চার দেওয়ালের ঘেরাটোপে আবদ্ধ নয় বরং বর্তনাম যুগে নারীরা ঘর সংসার সামলে দিব্যি সামলাচ্ছেন অফিস কাছারি। আগের থেকে অনেক বদলেছে সমাজ। সমাজের এই 'রূপান্তরের' কাহিনী তুলে ধরবে নলীন সরকার স্ট্রিটের দুর্গাপুজো। থিম ভাবনার সঙ্গে প্রতিমা ভাবনাতেও আনা হয়ে বিশেষ চমক। এখনের দশভূজার বদলে ১৮ হাতে যেন দাপিয়ে বেড়াচ্ছে মা দুর্গা। শিল্পী সনাতন দিন্দার কথায়, 'নারীরা স্বাধীন, তাদের কেন সমাজে নিয়মের বেড়াজালে আবদ্ধ করে রাখা হবে? দীর্ঘদিন ধরে যে পরম্পরা বহন করে আসছে সেখান থেকে একটা 'মুক্তির রূপান্তর'।  

আর ১৬ দিনের প্রতীক্ষা‌। মাতৃবন্দনার থিমে বরাবরই চমকে দেয় নলিন সরকার স্ট্রিটের পুজো। এবছর এই পুজো ৯৩ তম বর্ষে পা দিয়েছে। এবার পুজোর থিম 'রূপান্তর'। এই থিম নিয়ে কাজ করছেন শিল্পী সনাতন দিন্দা ও তার গোটা টিম। এখন চলছে শেষ মুহূর্তের তোড়জোড়। আর কদিন পরেই পুজোর বাদ্যি বেজে উঠবে। পুজোর সময় কলকাতায় থাকলে একদিন অন্তত ঘুরে দেখতেই হবে উত্তর কলকাতায় অন্যতম জনপ্রিয় এই পুজো। প্রতিবছরই থিম আলোকসজ্জা, প্রতিমাসজ্জায় থাকে বিশেষ চমক। এবারেও তার কোন ব্যাতিক্রম নেই নলিন সরকার স্ট্রিটের পুজোয়।  

Advertisment
Durgapuja