/indian-express-bangla/media/media_files/2025/09/28/cats-2025-09-28-08-57-36.jpg)
কেমন থাকবে মহাষষ্ঠীর আবহাওয়া? সপ্তমী থেকে বিজয়া কলকাতায় ফের বৃষ্টিপাত? রইল পুজোর ওয়েদার আপডেট
Durga Puja 2025 Weather Update: আজ মহাষষ্ঠী।মহালয়ার পর থেকেই উৎসবে মাতোয়ারা আপামোর বাঙালি। পাঁচদিনের দুর্গাপুজোকে সামনে রেখে পুজোর আনন্দ চেটেপুটে উপভোগ করতে তৈরি সকলেই। তবে আবহাওয়ার খামখেয়ালি চিন্তায় ফেলেছে মানুষজনকে। তাই কিছুটা শুকনো আবহাওয়া থাকায় চতুর্থী ও পঞ্চমীতে রেকর্ড ভিড়ের সাক্ষী থেকে কলকাতা থেকে শহরের পুজোগুলি। তবে পুজোর মধ্যেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর।
আবহাওয়া দপ্তর (IMD) জানিয়েছে, ১ অক্টোবর বঙ্গোপসাগরে নতুন করে একটি নিন্মচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। যার প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের কিছু জেলায় নবমী ও বিজয়া দশমীর দিন ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
IMD জানিয়েছে, বর্তমানে নিন্মচাপ দক্ষিণ ওড়িশা ও ছত্তিশগড় অতিক্রম করে রবিবারের মধ্যে প্রবল নিন্মচাপে পরিণত হবে। এই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, যেখানে কিছু জেলায়, বিশেষ করে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হবে। কলকাতা ১ অক্টোবর ভারী বৃষ্টির সম্ভাবনা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গের আবহাওয়া পূর্বাভাস:
২৮ সেপ্টেম্বর (ষষ্ঠী): উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলী, কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি/বজ্রপাত কিছু স্থানে বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা (৩০-৪০ কিমি/ঘণ্টা)।
২৯ সেপ্টেম্বর (সপ্তমী): উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে কিছু স্থানে মাঝারি বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি, বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা।
৩০ সেপ্টেম্বর (অষ্টমী): উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। অন্যান্য জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
১ অক্টোবর (নবমী): দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি/ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা।
২ অক্টোবর (বিজয়া দশমী): অধিকাংশ স্থানে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। ৭-১১ সেমি পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে কিছু জেলায়। তার মধ্যে রয়েছে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলী, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া।
উত্তরবঙ্গের ওয়েদার আপডেট
২৮ সেপ্টেম্বর: মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, দার্জিলিং-এ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা।
২৯ সেপ্টেম্বর: মালদা, দক্ষিণ দিনাজপুরে কিছু স্থানে মাঝারি বৃষ্টি/কিছু স্থানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us