Durga Puja 2025: পুজোয় রাজ্যজুড়ে আকাশছোঁয়া বিদ্যুতের চাহিদা, মিলবে ৮০ শতাংশ ছাড়, জোর প্রস্তুতিতে WBSEDCL

Durga Puja 2025:রাজ্য সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী এবছর সমস্ত পুজো প্যান্ডেলে বিদ্যুতের বিলে ৮০ শতাংশ ছাড় দেওয়া হবে। ফলে অস্থায়ী বিদ্যুৎ সংযোগের আবেদন সংখ্যা গত বছরের ৫০,৫৫০ ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল।

Durga Puja 2025:রাজ্য সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী এবছর সমস্ত পুজো প্যান্ডেলে বিদ্যুতের বিলে ৮০ শতাংশ ছাড় দেওয়া হবে। ফলে অস্থায়ী বিদ্যুৎ সংযোগের আবেদন সংখ্যা গত বছরের ৫০,৫৫০ ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল।

author-image
IE Bangla Web Desk
New Update
Screenshot_20250827_193841_WhatsApp

দুর্গাপুজোকে ঘিরে রাজ্যজুড়ে শুরু হয়েছে প্রস্তুতি।

দুর্গাপুজোকে ঘিরে রাজ্যজুড়ে শুরু হয়েছে প্রস্তুতি। পাশাপাশি ৬-৭ অক্টোবর লক্ষ্মীপুজো এবং ২০-২২ অক্টোবর কালীপুজো পালিত হবে মহাসমারোহে। প্রতি বছরের মতো এবছরও বিদ্যুৎ পরিষেবাকে যাতে নিরবচ্ছিন্ন থাকে তার জন্য WBSEDCL এবং CESC কড়া নজরদারি চালাবে।

Advertisment

গত বছরের পরিসংখ্যান অনুযায়ী পুজোর দিনগুলোতে বিদ্যুতের চাহিদা ছিল প্রায় ৯,৯১২ মেগাওয়াটের কাছাকাছি। এবছর সেই চাহিদা বেড়ে সর্বাধিক ১২,০৫০ মেগাওয়াট হতে পারে বলে মনে করছে বিদ্যুৎ দপ্তর। এছাড়াও, রাজ্য সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী এবছর সমস্ত পুজো প্যান্ডেলে বিদ্যুতের বিলে ৮০ শতাংশ ছাড় দেওয়া হবে। ফলে অস্থায়ী বিদ্যুৎ সংযোগের আবেদন সংখ্যা গত বছরের ৫০,৫৫০ ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল।

পুজোর সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা নিশ্চিত করতে WBSEDCL-এর মোট ৭৩,৪১৪ কর্মী দিন-রাত কাজ করবেন। কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। রাজ্যজুড়ে নজরদারির জন্য বিদ্যুৎ ভবনে খোলা হচ্ছে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম। গ্রাহকরা ৮৯০০৭৯৩৫০৩/৮৯০০৭৯৩৫০৪ নম্বরে যোগাযোগ করতে পারবেন। এছাড়াও, টোল-ফ্রি নম্বর ১৯১২১-এ ফোন করেও সমস্যার কথা জানানো যাবে। অপরদিকে, কলকাতা ও সংলগ্ন এলাকায় পরিষেবা দেখভালের দায়িত্বে থাকা CESC-এর ক্ষেত্রে ৯৮৩১০৭৯৬৬৬ / ৯৮৩১০৮৩৭০০ নম্বর সচল থাকবে। পাশাপাশি ১৯১২ টোল-ফ্রি নম্বরেও অভিযোগ জানানো যাবে।

Advertisment

বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে সমস্ত পুজো সংগঠকদের অনুরোধ করা হয়েছে, প্রয়োজন অনুযায়ী সঠিক ক্ষমতার সংযোগ নেওয়ার জন্য। নিরাপত্তার খাতিরে মণ্ডপ নির্মাণে তারের নিচে প্যান্ডেল না করার নির্দেশ দেওয়া হয়েছে। মণ্ডপের বিদ্যুৎ সংযোগ স্থল অবশ্যই লোকসমাগমের জায়গা থেকে নিরাপদ দূরত্বে রাখতে হবে। প্রয়োজনে দমকল বিভাগ এবং বিদ্যুৎ সংস্থার আধিকারিক ও কর্মীরা যাতে সহজেই ওই স্থলে প্রবেশ করতে পারেন, সেদিকে পুজো কমিটিগুলিকে বিশেষ নজর দেওয়ার আবেদন করা হয়েছে।

Durgapuja