/indian-express-bangla/media/media_files/2025/09/03/durgapuja-2025-2025-09-03-18-59-56.jpg)
জানুন ২০২৬-এর দুর্গাপুজোর সম্পূর্ণ নির্ঘন্ট
গতকালের বিজয়া দশমীর পর থেকে মন খারাপ আপামোর বাঙালির। আবারও একটা বছরের অপেক্ষা। মা আসবেন। উৎসবে মেতে উঠবেন সাত থেকে সাতাশি। দুর্গা পূজা,বঙ্গ সংস্কৃতির সবচেয়ে বড় উৎসব, প্রাণের পুজো। চলতি বছর বিজয়া দশমীতে উমার বিদায় বেলা থেকেই শুরু হয়ে গিয়েছে প্রহর গোণার পালা। আগামী বছর অক্টোবর মাসে উদযাপিত হবে প্রাণের পুজো দুর্গাপুজো।
মহালয়ার মধ্যে দিয়ে শুরু হয় দেবীপক্ষ। ২০২৬ সালে মহালয়া পালিত হবে শনিবার, ১০ অক্টোবর। আকাশ-বাতাসে ভেসে উঠবে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কন্ঠে 'মহিষাসুরমর্দ্দিনী’। দেশ জুড়ে শুরু হয়ে যাবে নবরাত্রি উৎসব। আর দুর্গা পূজা শুরু হচ্ছে ১৭ অক্টোবর মহাষষ্ঠীর বোধনের মধ্য দিয়ে। শেষ হবে ২১ অক্টোবর বিজয়া দশমী প্রতিমা নিরঞ্জনের মধ্যে দিয়ে। এক নজরে দেখে নেওয়া যাক ২০২৬ সালের দুর্গাপুজো সময়সূচি
দুর্গাপুজোর ২০২৬ সালের সময়সূচি:
মাহালয়া: ১০ অক্টোবর ২০২৬
মহা ষষ্ঠী: ১৭ অক্টোবর ২০২৬ – মহাষষ্ঠীর বোধন কেবল একটি আচার নয়, এটি দেবী দুর্গার জাগরণের প্রতীক। এই দিনে দেবী কাত্যায়নীর পূজায় ভক্তরা দানব-অসুর থেকে মুক্তি, মনোবাঞ্ছা পূরণ ও আধ্যাত্মিক উন্নতির কামনা করেন। মহাষষ্ঠীতে (Maha Sasthi 2026) তাই প্রত্যেক অবিবাহিত কন্যা দেবীর কাছে বিবাহের জন্য প্রার্থনা করেন।সন্ধ্যায় বেলতলায় দুর্গাদেবীর আমন্ত্রণ ও অধিবাস। দুর্গার বোধন এ দিন কল্পারম্ভ দিয়ে শুরু হয় ।
মহা সপ্তমী: ১৮ অক্টোবর ২০২৬ – ভোরে কলাবৌ বা নবপত্রিকাকে স্নান করানোর পরে মণ্ডপে স্থাপন; সপ্তমী থেকেই মূলত দেবীর পুজো শুরু।
মহা অষ্টমী: ১৯ অক্টোবর ২০২৬ – দেবীর পায়ে অঞ্জলি প্রদানের পাশাপাশি বহু মণ্ডপে কুমারী পূজা অনুষ্ঠিত হবে। অষ্টমীর শেষ ২৪ মিনিট এবং নবমীর প্রথম ২৪ মিনিট জুড়ে অনুষ্ঠিত হবে সন্ধিপূজা।
মহা নবমী: ২০ অক্টোবর ২০২৬ – দেবীর কাছে চূড়ান্ত ভোগ নিবেদন এবং হোম ও যজ্ঞের মাধ্যমে আরাধনা সম্পন্ন।
বিজয়া দশমী/দশেরা: ২১ অক্টোবর ২০২৬ – দেবী বরণের পর শুরু হবে সিঁদুর খেলা, এবং মণ্ডপে মণ্ডপে মিষ্টিমুখ করিয়ে মা দূর্গাকে বিদায় জানানো হবে।