বোধন দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু পুজো। তবে, উৎসবের আমেজ মহালয়া থেকেই দেদার উপভোগ করছেন বঙ্গবাসী। সঙ্গ দিয়েছে আবহাওয়া। কিন্তু কতদিন? হাওয়া দফতরের পূর্বভাসে আশঙ্কার ইঙ্গিত। পুজোর পাঁচদিনের মধ্যেই নাকি আবহাওয়ায় বদলে আসতে চলেছে। তাহলে উপায়? আর দেরি না করে তাই ষষ্ঠীর দিনই মহানগরে মহাভিড়ের তোড়জোড়।
ষষ্ঠীতে কেমন থাকবে আবহাওয়া?
অভয় দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আজ, শুক্রবার ষষ্ঠীর দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া শুষ্কই থাকবে। দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বৃষ্টিপার কোনও সম্ভাবনা নেই।
তবে উত্তরবঙ্গের দুই পাহাড়ি জেলায় ষষ্ঠীতে বৃষ্টির সম্ভাবনা আছে। দার্জিলিং এবং কালিম্পঙে আজ হালকা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। এছাড়া জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে আবহাওয়া আজ শুষ্কই থাকবে। এই জেলাগুলিতে আজ বৃষ্টি হবে না।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে, ষষ্ঠীতে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। এছাড়া শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়সের কাছাকাছি।
বৃহস্পতিবার কলকাতার তাপমাত্রা ছিল স্বাভাবিকই। পঞ্চমীতে শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.১ ডিগ্রি সেলসিয়াস। শহরের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল ৮৭ শতাংশ, সর্বনিম্ন ৫১ শতাংশ।
ঘনাচ্ছে নিম্নচাপ!
বঙ্গোপসাগরে সম্প্রতি একটি নিম্নচাপ তৈরি হয়েছে। বর্তমানে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে সেই ঘূর্ণাবর্তটি। এটি সম্ভবত উত্তরপূর্ব দিকে এগিয়ে আসবে এরপর। সপ্তমীর সকাল এই ঘূর্ণাবর্তটি তৈরি হবে নিম্নচাপে। এরপর আগামী ২৩ অক্টোবর নবমীর দিন এই নিম্নচাপ আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। সেই সময় সেটি পশ্চিমমধ্য বঙ্গোপসাগরে অবস্থান করতে পারে।
কবে থেকে বৃষ্টি?
সপ্তমী ও অষ্টমীতেও নির্বিঘ্নে ঠাকুর দেখা যাবে দক্ষিণবঙ্গে। এই দু'দিন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টি হবে না।
তবে নবমীর দিন দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। পূর্বাভাস অনুযায়ী, নবমীতে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং কলকাতার একটি বা দুটি জায়গায় খুব হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। এছড়া দক্ষিণের বাকি সব জেলারই আবহাওয়া শুষ্ক থাকবে।
কিন্তু সুখবর উত্তরবঙ্গের জন্য। সপ্তমী থেকে দশমী পর্যন্ত উত্তরবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টি হবে না।