Advertisment

সাধ্যের মধ্যেই দেদার ভুরিভোজ, রইল সেরা গন্তব্যের হদিশ

কব্জি ডুবিয়ে কোথায় খাবেন?

author-image
IE Bangla Web Desk
New Update
durga puja vuribhoj special food packages , দুর্গা পুজো ভুরিভোজ স্পেশাল লাঞ্চ ডিনার

নাম মাত্র দামে এত কিছু।

পূজো মানেই জমিয়ে আনন্দ আর চুটিয়ে পেট পুজো। খাদ্যরসিক বাঙালির পুজো মানে রকমারি জিভে জল আনা খাবার দিয়ে পেট পুজো। বাহারি স্বাদের চিংড়ি ইলিশের আবেগে ভেসে যেতে হলে এবার পুজোয় যেতেই পারেন প্রিন্সটন ক্লাবে।

Advertisment

আগামী ১৯ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত প্রিন্সটন ক্লাবে থাকছে দুর্গা পুজোর স্পেশাল মেনু। থাকছে ইলিশ থেকে চিংড়ি সহ পাবদা মাছের বাহারি পদ। জিভে জল আনবে ইলিশ ভাজা থেকে বরিশালি ইলিশ। মশলা চিংড়ি থেকে পাবদা মাছের তেল ঝাল।

publive-image
জিভে জল আনা বাসন্তী পোলাউ ও খাশির মাংস।

থাকছে জিভে জল আনা ঢাকাই মাংস, ঝাল ঝাল কাঁচা লঙ্কা বাটা দিয়ে মুরগির মত জিভে জল আনা সব মেনু। এছাড়া থাকছেই পুজোর স্পেশাল বাসন্তি পোলাও, মটরশুটির কচুরি, নারকেল দিয়ে ছোলার ডাল, ছানার রসা, ধোকার ডালনা, কষা আলুর দম, দই কাতলা সহ অনেক কিছু। শেষ পাতে থাকবে বাঙালির প্রিয় মিস্টি দই এবং রসগোল্লা।

খাবারের দাম থাকছে সাধ্যের মধ্যেই। দুপুর এবং রাতে- দুই সময়ই পাওয়া যাবে এই সকল আকর্ষণীয় সব পদ।

publive-image
মন মাতানো রেজালা।

প্রিন্সটন ক্লাবের অপারেশন ম্যানেজার সঞ্জয় কর্মকার বলেন, 'আমরা বছরে নানা রকম দেশি এবং বিদেশি খাবার নিয়ে উৎসবের আয়োজন করে থাকি এবং সব সময় স্পেশাল কিছু করার চেষ্টা করি। প্রিন্সটন ক্লাব, তার সুস্বাদু রন্ধন এবং তার নিজস্ব সৌন্দর্য্যতার জন্য বিখ্যাত। পুজো মানেই আমাদের কাছে খাওয়া দাওয়া, আনন্দ মজা। বাঙালিরা বরাবরই খাদ্যপ্রেমিক এবং খাবারের প্রতি সবসময় আগ্রহী। আমরা নিশ্চিত যে আমাদের অতিথিরা এই পুজোর স্পেশাল খাবার গুলি উপভোগ করবেন।'

খাবারের দাম থাকছে ১০০ টাকা থেকে ৬৫০ টাকার মধ্যে।

বিস্তারিত জানতে যোগাযোগ করুন: ০৩৩ ৬৬৪৪, ৪৪৪৪ / ৯৮৩০২ ২৯৩১৩

Durgapuja foods Durga Puja durgapuja 2023
Advertisment