Bengal Weather Update: দুর্গাপুজো শুরু। আপাতত আবহাওয়ার মতিগতি ঠিকঠাকই আছে। মহাপঞ্চমীর সকাল থেকে রোদ ঝলমলে আবহাওয়া প্রায় সর্বত্র। তবে পুজোর মধ্যেই আবহাওয়ায় বিশাল বদল আসতে পারে। সৌজন্যে নিম্নচাপ। বঙ্গোপসাগরে ঘনাচ্ছে সেই নিম্নচাপ। যার জেরে একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কবে থেকে আবহাওয়ায় এই বদল আসতে পারে? জেনে নিন আবহাওয়ার বিস্তারিত আপডেট।
আবহাওয়ায় বদল কবে থেকে?
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। তারই জেরে রাজ্যে বাড়ছে বৃষ্টির সম্ভাবনা। আগামী সোমবার থেকেই রাজ্যে আবহাওয়ায় এই বদল চোখে পড়তে পারে। যার জেরে আগামী সোমবার কিংবা নবমীর রাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অথবা দশমীর দিনেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
পুজোর মধ্যে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে?
নবমী পর্যন্ত বৃষ্টির তেমন কোনও আশঙ্কা এখনও নেই। তবে নবমীর রাতে কিংবা দশমীর দিনে শহর কলকাতায় হালকা থেক মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়াও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। যার জেরে এই জেলাগুলিতে পুজোর একেবারে শেষের দিকে ঘোরাঘুরির ক্ষেত্রে অস্বস্তি হতে পারে।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়ার লেটেস্ট আপডেট…
মোটের উপর আপাতত দিন কয়েক দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। বরং বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গের সব জেলায় তাপমাত্রা খানিকটা কমতে পারে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে রাতের দিকে শীতের অনুভতি মিলতে পারে। ধীরে ধীরে উত্তুরে হাওয়ার প্রবেশ ঘটার জেরেই আবহাওয়ায় এই বদল অনুভূত হতে পারে।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আপাতত আগামী রবিবার অর্থাৎ মহাষ্টমীর দিন পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রোদ ঝলমলে আকাশ থাকবে। নবমীর রাত কিংবা দশমীতে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন- অষ্ঠমীতে কলাবউ স্নান ও সপ্তমী পুজো! ভিন্ন নিয়মেই উজ্জ্বল কুলতোড়ার রায় বংশের দুর্গাপুজো
জেনে নিন উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট…
উত্তরবঙ্গের জেলাগুলিতে এবছর বর্ষার জোরালো বৃষ্টি হয়েছে। তবে এবার উত্তরবঙ্গ থেকে বিদায়ের পথে বর্ষা। যদিও উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং, কালিম্পঙে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতেও হালকা বৃষ্টি হতে পারে।